Howrah News: হাওড়ায় পণ্য বোঝাই লরি ছিনতাই, ছুরিকাহত চালক
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে হাইওয়ে ক্রাইম গ্যাংয়ের হাত রয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাসী শুরু করেছে পুলিশ।
সুনীত হালদার, হাওড়া: চালক এবং খালাসির হাত-পা-চোখ বেঁধে পণ্য বোঝাই লরি ছিনতাই করল একদল দুষ্কৃতী। পাশাপাশি ছুরি দিয়ে আঘাতও করা হয়েছে লরির চালককে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বাগনানের (Bagnan) ৬ নম্বর জাতীয় সড়কের ধারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে হাইওয়ে ক্রাইম গ্যাংয়ের হাত রয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাসী শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে টাটানগর থেকে প্লাস্টিকের মাল বোঝাই একটি লরি হাওড়ার দিকে আসছিল। রাতে ৬ নম্বর জাতীয় সড়তের ধারে একটি হোটেলে লরির চালক, খালাসি এনং যে কোম্পানির পণ্য আসছিল, সেই কোম্পানির এক কর্মচারী খাওয়া-দাওয়া করেন। জানা গিয়েছে, বাগনানের কাছে এসে চালকের ঘুম পায়। চালক অর্জুন লোহার জাতীয় সড়ক থেকে ভিতরে একটি রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। জানা যাচ্ছে, এর কিছুক্ষণ পরই একটি ট্যাক্সিতে করে চার দুষ্কৃতী আসে। লরির দরজা জোর করে খুলে ভিতরে ঢুকে চালক এবং খালাসির হাত-পা-চোখ বেঁধে দেয়। এরপর চালক, খালাসি, কোম্পানির কর্মচারীর কাছ থেকে টাকা পয়সা, মোবাইল সবকিছু লুঠ করে। বাধা দিতে গেলে চালককে দুষ্কৃতীরা ছুরি দিয়ে আঘাতও করে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - Howrah News: বিড়ি চাওয়াকে কেন্দ্র করে মধ্যে বচসা, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
লুঠপাটের পর দুজন দুষ্কৃতী ৩০ হাজার টাকা, মোবাইল এবং আনুষাঙ্গিক আরও কিছু জিনিস নিয়ে ট্যাক্সি নিয়ে পালিয়ে গেলেও বাকি দুজন দুষ্কৃতী লরির দখল নেয়। দুই দুষ্কৃতী লরি নিয়ে প্রথমে আন্দুল রোড এবং পরে ডোমজুরের পুকুরিয়া ব্রিজের কাছে আসে। কোম্পানির কর্মচারী মুক্তার শেখ জানিয়েছেন যে, তাঁদের বেঁধে রাখা হয়। আর লরি নিয়ে রাস্তার পাশে দুটি গোডাউনে লরি থেকে পণ্য নামায় দুষ্কৃতীরা। লরি থেকে পণ্য নামানো হয়ে গেলে পাকুরিয়া ব্রিজের কাছে লরি ফেলে চম্পট দেয় তারা। আজ ট্রান্সপোর্ট কোম্পানির পক্ষ থেকে ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকেই গ্রেফতার করা যায়নি। জানা যাচ্ছে, আহত চালককে ভর্তি করা হয়েছে ডোমজুর গ্রামীন হাসপাতালে।