(Source: ECI/ABP News/ABP Majha)
Howrah Horror: রবিনসন স্ট্রিটের ছায়া! হাওড়ার বন্ধ ঘরে মায়ের পচাগলা দেহ আগলে মেয়ে
Howrah News: বন্ধ ঘরের মধ্যে মায়ের পচাগলা মৃতদেহ আগলে বসেছিলেন মেয়ে। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জি হাট থানার আট নম্বর তিব্বতিবাবা লেনে।
সুনীত হালদার, হাওড়া: কলকাতার রবিনসন স্ট্রিটে ঘটে যাওয়া ঘটনার ছায়া এবার দেখা গেল হাওড়ার (Howrah News) তাঁতি পাড়া এলাকায়। বন্ধ ঘরের মধ্যে মৃত মায়ের দেহ আগলে বসে থাকতে দেখা গেল মেয়েকে। ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পরেই তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মায়ের দেহটিকে উদ্ধার করার পাশাপাশি মেয়েকে নিয়ে যায় রিহ্যাব সেন্টারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার হাওড়ার চ্যাটার্জি হাট থানার অন্তর্গত তাঁতি পাড়া এলাকার আট নম্বর তিব্বতিবাবা লেনের বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। চ্যাটার্জি হাট থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরের মেঝেতে পচাগলা অবস্থায় পড়ে রয়েছে ওই বাড়ির বাসিন্দা মিনতি মুখোপাধ্যায়ের (৭০) মৃতদেহ। আর তা আগলে রয়েছেন মেয়ে কাকলি মুখোপাধ্যায়(৪৫)।
খবর পেয়ে কলকাতা থেকে ছুটে আসেন মিনতিদেবীর ভাই বরুণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁর দিদি অসুস্থ ছিলেন। আর ভাগনি মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যে তিনি আসতেন খোঁজ নিতে। দিন-দশেক আগে এসে টাকা দিয়ে যান।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃতদেহটি বেশ কয়েকদিন আগে থেকে ওই ঘরের মধ্যে পড়ে ছিল। অসুস্থতার কারণেই মৃত্যু বলে মনে করা হচ্ছে। বর্তমানে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে। ওই বৃদ্ধার মেয়েকে পাঠানো হয়েছে রিহ্যাব সেন্টারে। সুস্থ হবার পর আত্মীয়দের কাছে পাঠানোর চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ জুন কলকাতার রবিনসন স্ট্রিটের একটি বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় ৭৭ বছরের একজন বৃদ্ধের অগ্নিদগ্ধ মৃতদেহ। পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করতেই আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে দিদি দেবযানী দে-এর কঙ্কালের সঙ্গে বাস করছেন পার্থ দে নামে এক ব্যক্তি। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে আলোড়ন তৈরি হয়। তারপর থেকে গত ৯ বছরের রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। আর সব ক্ষেত্রেই প্রায় সেই ঘটনাগুলির সঙ্গে তুলনা টানা হয়েছে রবিনসন স্ট্রিটের ঘটনার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sonarpur News: ICDS সেন্টারের খিচুড়িতে মিলল ইঁদুর! তুমুল বিক্ষোভ সোনারপুরে