Howrah News: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করে খুন বাবা! পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস, শ্যামপুরে WBCPCR
West Bengal Commission for Protection of Child Rights: বৃহস্পতিবার সকালে গ্রাম আসেন চেয়ারপার্সন-সহ WBCPCR-এর দুই প্রতিনিধি।
সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah News) শ্যামপুরে (Shyampur News) আক্রান্ত ছাত্রীর বাড়িতে গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। মৃতের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। পড়াশোনার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে তাঁরা পান, তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। দোষীদের কড়া শাস্তির দাবি করেন নিহত ব্যক্তির স্ত্রী। আজ ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ।
নিহত ব্যক্তির মেয়ের কাছে যাতে পড়াশোনার জন্য কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের সব প্রকল্পের সুবিধা পৌঁছয়, তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন কমিশনের সদস্যরা। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন নিহতের স্ত্রী। ধৃতরা ইতিমধ্যেই অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর।
দোষীদের কড়া শাস্তির দাবি করেন নিহত ব্যক্তির স্ত্রী
মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদে সরব হয়েছিলেন। মাশুল হিসেবে প্রাণ দিতে হয়েছে বাবাকে। ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও ক্ষোভে ফুঁসছে হাওড়ার শ্যামপুর। এই পরিস্থিতিতে এবার এলাকায় West Bengal Commission for Protection of Child Rights। বৃহস্পতিবার সকালে গ্রাম আসেন চেয়ারপার্সন-সহ WBCPCR-এর দুই প্রতিনিধি। কথা বলেন কিশোরী ও তার মায়ের সঙ্গে। দোষীদের কড়া শাস্তির দাবি করেন নিহতের স্ত্রী।
আরও পড়ুন: C V Ananda Bose: ধনকড় অধ্যায় অতীত! হাতেখড়ি অনুষ্ঠানে মমতার সঙ্গে খোশগল্পে রাজ্যপাল, ধারও মাড়ালেন না বিজেপি নেতৃত্ব
নিহত ব্যক্তির স্ত্রী বলেন, "একটাই দাবি, আমার স্বামীকে যারা মেরেছে, তারা যেন সারা জীবন জেলে থাকে। সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।" কিশোরীর পড়াশোনার জন্য কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে তাঁরা পান, তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন WBCPCR-এর চেয়ারপার্সনও।
পরিবার সূত্রে খবর, রবিবার রাতে টিউশন পড়ে ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। সেই সময় তাঁকে আনতে যাচ্ছিলেন বাবা। কিশোরীর অভিযোগ, ফেরার সময় রাস্তা আটকে দুই ভাই সহ স্থানীয় তিন যুবক তার শ্লীলতাহানি করে। মেয়ের চিৎকার শুনতে পেয়ে ছুটে যান বাবা। বাবাকে অন্ধকার মাঠে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তিন জন।
রবিবার রাতে টিউশন পড়ে ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী, আনতে বেরিয়েছিলেন নিহত
রাতেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। সোমবার রাতে উলুবেড়িয়া হাসপাতালে মারা যান তিনি। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা দোষ স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে ধৃত তিনজনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। করা হয় ঘটনার পুনর্নির্মাণ।