(Source: Poll of Polls)
Howrah Fire: উলুবেড়িয়ায় আগুন, পুড়ে ছাই দোকান ও গাড়ি
West Bengal News: ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ।
সুনীত হালদার, হাওড়া: উলুবেড়িয়ায় (Uluberia) আগুনে (Fire) পুড়ে ছাই হয়ে গেল তিনটি ঝুপড়ি দোকান ও একটি গাড়ি। পুলিশ সূত্রে খবর জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশে জমা করে প্লাস্টিক ক্যারেটে ধরে যায়।
উলুবেড়িয়ায় আগুন: গতকাল রাতে উলুবেড়িয়া নিমদিঘী ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি ঝুপড়ি দোকা । আগুন লাগে দাঁড় করানো একটি স্করপিও গাড়িতেও। পুলিশ সূত্রে খবর জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে ময়লা আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশে জমা করে রাখা কয়েকশো সবজির প্লাস্টিক ক্যারেটে ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনে বিশাল আকার নেয়। পাশে থাকা পরপর তিনটি চায়ের দোকানে লেগে যায় এবং আগুনে পুড়ে যায় তিনটি দোকান। ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ।
গত শনিবার দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল এলাকার ঝুপড়িতে আগুন লাগে। বেশিরভাগ ঝুপড়িতে ত্রিপলের ছাউনি থাকায় চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। একটার পর একটা ঝুপড়ি জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঝুপড়ির পাশে কিছু পুরনো তোষক ও প্লাস্টিকের চেয়ার মজুত থাকায় আগুন আরও ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। ডোবা থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। ঝুপড়ির পাশের খাটালেও আগুন ছড়িয়ে পড়ে। ঝলসে মৃত্যু হয় একাধিক গবাদি পশুর। এলাকায় ঢোকার রাস্তা সরু হওয়ায় যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে নাগেরবাজার থেকে দমদম যাওয়ার রাস্তায় গাড়ি দাঁড় করাতে হয় দমকলকে। সেখান থেকে একাধিক হোসপাইপ জুড়ে জল দেওয়া হয়। ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দা দিনমজুর। আগুন লাগার খবর পেয়ে কাজ ফেলে ছুটে আসেন তাঁরা, আসেন আত্মীয়-পরিজনেরা। ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। দমকলের ১০ টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dev On Hiran: 'আমার মাঝে মাঝে হিরণকে নিয়ে কষ্ট হয়' BJP প্রার্থীর অভিযোগের জবাব দিলেন দেব