Paschim Bardhaman:শ'খানেক প্রধানমন্ত্রী জন-ধন যোজনার পাসবই ও এটিএম কার্ড ছড়িয়ে পড়ে রাস্তায়, চাঞ্চল্য দুর্গাপুরে
PM Jan Dhan Yojana Passbook Found:এক-দুটি নয়, একসঙ্গে প্রায় শ'খানেক প্রধানমন্ত্রী জন-ধন যোজনার পাসবই ও এটিএম কার্ড ছড়িয়ে পড়ে ছিল রাস্তায়।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: এক-দুটি নয়, একসঙ্গে প্রায় শ'খানেক প্রধানমন্ত্রী জন-ধন যোজনার (PM Jan Dhan Yojana Passbook) পাসবই ও এটিএম কার্ড ছড়িয়ে পড়ে ছিল রাস্তায়। দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের সগরভাঙ্গা হাউসিং কলোনির ঘটনায় তীব্র আলোড়ন ছড়ায়। কী ভাবে এল এতগুলি পাসবই? এটিএম কার্ডগুলিই বা এল কী ভাবে? কোনও অসাধু উদ্দেশ্য নেই তো?
কী জানা গেল?
শনিবার সকালে সগরভাঙ্গা আবাসনের কে ব্লকের একটি মাঠের পাশে প্রায় শ'খানেক পাসবই এবং এটিএম কার্ড পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় স্থানিয় কোকওভেন থানায়। পুলিশ এসে পাসবই ও কার্ডগুলি উদ্ধার করে। সূত্রের খবর, বেশিরভাগ পাসবই স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এফসি আই ব্রাঞ্চের। পাসবইগুলিতে মূলত সগরভাঙ্গা ও আশপাশের এলাকার ঠিকানা রয়েছে বলে সূত্রের খবর। কিন্তু কী ভাবে এই পাসবই ও এটিএম কার্ড রাস্তার উপর পড়ে রইল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাল্লা দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়,কেন্দ্রীয় প্রকল্পগুলির কার্ড বন্টন না করে এভাবে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। দুর্গাপুরে মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কী হয়েছে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের অভিযোগে গত বেশ কয়েক মাস ধরে তোলপাড় চলছে রাজ্যে। গত বছর, অক্টোবরে, যখন বকেয়ার দাবিতে দিল্লিতে তৃণমূল ধর্না অভিযানে নামে, তখন রাজধানীতে বিজেপি-র সদর দফতরে জোড়াফুল শিবরকে তীব্র আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার বকেয়া টাকার দাবিতে ধর্না তৃণমূলের, তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ করেছিলেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে বলেছিলেন, 'লোকসভা ভোটের আগে হারিয়ে যাওয়া জনসমনর্থন ফিরে পেতে এই নাটক করছে তৃণমূল... রাজনৈতিক কর্মসূচি করছে। আঞ্চলিক দল তৃণমূল দেশের রাজধানীতে মিথ্যা দাবি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করছে। জাতীয় স্তরে ওদের এই আন্দোলনের কোনও প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গেও। মিথ্যা অভিযোগ নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।'
তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু দাবি করেন, 'তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে প্রশাসনিক প্রধানদের আঁতাঁতে এই দুর্নীতি হয়েছে। অধিকাংশ টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। সব রাজ্যের মতো, পশ্চিমবঙ্গেও আবাস যোজনার টাকা পাঠানো হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অসংখ্য ভুয়ো নাম রয়েছে। এই ভুয়ো নামের তালিকা আমি কৃষি ও গ্রামন্নোয়ন দফতরে পাঠিয়েছি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ এর সত্য উদঘাটন করেছেন। জানিয়েছেন এই তালিকায় দেওয়া তথ্য় সম্পূর্ণ সত্য। এই তালিকায় পশ্চিমবঙ্গের ১৫টি জেলার ভুয়ো নামের তালিকা আছে। তৃণমূল দিল্লিতে নাটক করছে।'
আরও পড়ুন:মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় নিমতায় গাড়িতে হামলা, গ্রেফতার ২