West Burdwan: মদ্যপ দুই শ্যালককে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, চাঞ্চল্য আসানসোলে
পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ দুই ভাই বুধন বাউরি ও অশোক বাউরি একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময় ওখানে পৌঁছন তাঁদের জামাই হারু বাউরি।
কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান): মদ্যপ দুই শ্যালককে জলে ডুবিয়ে খুন করার সাংঘাতিক অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল এলাকার উত্তর থানার নুনি বাউরি পাড়া এলাকায়।
পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ দুই ভাই বুধন বাউরি ও অশোক বাউরি একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময় ওখানে পৌঁছন তাঁদের জামাই হারু বাউরি। এমনকী তিনিও তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর তিনজনের মধ্য়ে বচসা শুরু হয়। এরপর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয় যে হারু তার দুই শ্যালককে পাশের ডোবার জলে ডুবিয়ে খুন করে। এই সময়ে দুই ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। লোকজন এসে পড়তেই প্রাণ বাঁচাতে পালাতে চেষ্টা করে হারু। যদিও শেষ রক্ষা হয়নি। এলাকার মানুষজন তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করেছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়, সৃষ্টি হয়েছে থমথমে পরিবেশের।
অন্যদিকে ভাঙড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের ঘটনায় এবার নয়া মোড়। চাঞ্চল্যকরভাবে শনিবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় আত্মসমর্পণ করেন ঘটনায় মূল অভিযুক্ত ফেরার হওয়া ছোট্টু শেখ। হত্যার ঘটনার মূল অভিযুক্ত এলাকার তৃণমূল নেতা বলে দাবি করেন ছোট্টু। তৃণমূল নেতা মহসিন গাজি এই খুন করিয়েছে বলে জানায় ছোট্টু শেখ। মহসিন নিহত আনসুর আলি গাজির ভাই।। ভাঙড় ২ সংখ্যালঘু সেলের সভাপতি মহসিন গাজি। এলাকার দাপুটে নেতা হিসেবেও সে পরিচিত।
উল্লেখ্য ভাঙড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে। রোমহর্ষক ঘটনাটি ঘটেছিল ভাঙড়ের বামনঘাটা অঞ্চলের কোচপুকুর গ্রামে। স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোচপুকুর গ্রামের আনসুর আলি গাজি, এরপর তাঁর মৃতদেহ কবরস্থ করা হয়।
আরও পড়ুন: South Dinajpur : মেলায় ফুচকা খেয়ে অসুস্থ ২২ জন, ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি