South Dinajpur : মেলায় ফুচকা খেয়ে অসুস্থ ২২ জন, ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি
মেলায় ফুচকা খেয়ে অসুস্থ ২২ জন, ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি, ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি
চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর : খাদ্যে বিষক্রিয়ার কারণে ১৭ জন অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে। অসুস্থরা দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের কল্যাণী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, গ্রামের মেলায় ফুচকা খেয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নিয়ে যাওয়া হয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন :
কোজাগরী লক্ষ্মীপুজোয় কোন কোন কাজ একেবারেই করবেন না ?
গত সেপ্টেম্বর মাসে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসে। সেই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ১৪২জন। জানান যায়, দুপুরে ফুচকা খাওয়ার পর থেকেই সকলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও সন্দেহ করা হয়, ফুচকা থেকেই বিষক্রিয়া হয়েছে। ঘটনাটি ঘটে ইসলামপুর থানার অন্তর্গত কাশিমনগর এবং নলবাটা সংলগ্ন এলাকায় । অভিযোগ, ফুচকা খাওয়ার পর সকলের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়।পরে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় অসুস্থদের। ডোমকল মহকুমা হাসপাতালেও ভর্তি হন কয়েকজন।
আরও পড়ুন : জার্মানির বিভিন্ন শহরে পুজোয় প্রবাসী বাঙালিদের সঙ্গে হাত মেলালেন জার্মানরাও
সেপ্টেম্বর মাসেই হাওড়ার ডোমজুড়ে ত্রাণ শিবিরে বিলি করা খাবার খেয়ে পাঁচ শিশু-সহ আট জন অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। খাবারে বিষক্রিয়ার অভিযোগ করা হয়। মেয়াদ উত্তীর্ণ খাবার বিলির অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন উপ প্রধান। মাসখানেকেরও বেশি সময় ধরে কাটলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে ছিল কয়েকটি পরিবার। তাদের দাবি, বুধবার মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ত্রাণ শিবিরে এসে শুকনো খাবার বিলি করা হয় অভিযোগ, সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ে শিশু-সহ কয়েকজন। খবর জানাজানি হতে ত্রাণ শিবির পরিদর্শনে যান উপপ্রধান।