Cow Smuggling Case: গরু পাচারকাণ্ডে দিল্লির ইডি দফতরে হাজিরা সিউড়ি থানার আইসির
এবার গরুপাচার মামলায় ইডি-র দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে, অন্যান্য পুলিশ অফিসারদের যোগাযোগের সেতুবন্ধন করতেন সিউড়ি থানার আইসি।
নয়াদিল্লি: গরু পাচারকাণ্ডে দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলি। সকাল সাড়ে ১০টার কিছু আগেই তিনি পৌঁছে যান। এর আগে গত ১৪ মার্চ, কয়লা পাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার গরুপাচার মামলায় ইডি-র দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে, অন্যান্য পুলিশ অফিসারদের যোগাযোগের সেতুবন্ধন করতেন সিউড়ি থানার আইসি। কোথা দিয়ে, কখন গরু নিয়ে গাড়ি যাবে, তা জানিয়ে দেওয়া হত ওই পুলিশ অফিসারকে। তবে ইডি-র নজরে আসলে, শেখ মহম্মদ আলির আর্থিক লেনদেন। সেই কারণেই তাঁর ব্য়াঙ্ক স্টেটমেন্ট, আয়করের নথি ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আজ দিল্লিতে হাজিরা দিতে বলা হয়।
এর আগে সিউড়ি থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। নিজাম প্যালেসে আইসি মহম্মদ আলি শেখকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের। মামলার অন্যতম চক্রী অনুপ মাঝির থেকে 'প্রোটেকশন মানি' নেওয়ার অভিযোগ ওঠে। 'প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ায় ভূমিকা ছিল আইসির'। একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে মহম্মদ আলি শেখের নাম উঠে আসে বলেই সূত্রের খবর। এ দিকে, যিনি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত।
এ দিকে, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ED। আজ দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে তৃণমূল নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দেন মণীশ। এর আগে গতবছরের নভেম্বরে অনুব্রতর হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদ করে ইডি। অনুব্রতকে হেফাজতে চাওয়ার সময় আদালতে ইডি জানায়, তারা অনুব্রত-কন্যা সুকন্যা, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই সূত্রেই আজ মণীশ ও আগামীকাল সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।
এমনিতেই গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। কিন্তু, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রাক্কালে লালমাটির জেলায় সংগঠনের স্টিয়ারিং কি এখনও তাঁর হাতেই রয়েছে ? কার্যত মেঘনাদের মতো জেলে বসেই কি দল পরিচালনা করছেন তিনি ? অনুব্রত ঘনিষ্ঠ, সিউড়ির তৃণমূল বিধায়ক ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী নাম করে গত রবিবার এমনই বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন, তৃণমূলের কোর কমিটির সদস্য এবং জেলায় অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ।