PG Admission Notification: স্নাতকোত্তরে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ, কবে থেকে শুরু অ্যাডমিশন?
Post Graduation Admission: স্নাতকত্তোর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। গতকাল শিক্ষা দফতরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
কলকাতা: রাজ্যে স্নাতকোত্তরে (Post Graduation) ভর্তির নির্ঘণ্ট প্রকাশ সরকারের। সশরীরে হাজিরা নয়, ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। ভর্তির অনলাইন পোর্টাল খুলবে ১ সেপ্টেম্বর। অনলাইনে পোর্টালে আবেদন জানানো যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেধা তালিকা প্রকাশ ২০ সেপ্টেম্বর, প্রথম সিমেস্টারের ক্লাস শুরু ৩ অক্টোবর।
ভর্তির নির্ঘণ্ট প্রকাশ: স্নাতকত্তোর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। গতকাল শিক্ষা দফতরের তরফে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভর্তি। ভর্তির জন্য অনলাইনেই আবেদন করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পড়ুয়াকেই সশরীরে হাজিরা দিতে হবে না। অনলাইনে পোর্টালে আবেদন জানানো যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেধা তালিকা প্রকাশ হবে ২০ সেপ্টেম্বর। ৩ অক্টোবর থেকে শুরু হবে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের ফল।
নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতক স্তরের চূড়ান্ত সেমিস্টারের ফল ৩১ অগাস্টের মধ্যে প্রকাশ করতেই হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। পাশাপাশি স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে নিজেদের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থা কলেজে পড়া ছাত্র-ছাত্রীদেরই বাড়তি গুরুত্ব দিতে হবে। তার জন্য নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতকোত্তরের ছাত্র ভর্তিতে নিজস্ব বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ থাকবে। বাকি ২০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।
দিনকয়েক আগে লোরেটো কলেজে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। বিজ্ঞপ্তিতে বল হয়, উচ্চমাধ্যমিক স্তরে বাংলা মাধ্যমে পঠনপাঠন করলে লোরেটো কলেজে ভর্তি হওয়া যাবে না। বিতর্কের মুখে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে তলব করা হয়ছিল কলেজ কর্তৃপক্ষকে। কলেজের অধ্যক্ষ-সহ একাধিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেন। সেখানেও ক্ষমা চান কলেজ কর্তৃপক্ষ। কলেজের ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তি আমাদের আদর্শ বিরোধী।আমাদের তরফ থেকে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। বাংলার মানুষের কাছে নিঃশর্তভাবে ক্ষমাপ্রার্থী লোরেটো কলেজ এবং অবিলম্বে ওই ভর্তির বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লরেটো কলেজের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ভর্তির জন্য নতুন করে পোর্টাল খুলবে কলেজ কর্তৃপক্ষ। সেখানে আবেদন করতে পারবেন বাংলা মাধ্যমের পড়ুয়ারা। ফের নতুন করে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। বাংলা মাধ্যমে ছাত্রীরা যাতে বঞ্চিত না হন তার জন্য প্রয়োজনে আসন বাড়ানোর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন