India Pakistan Conflict: 'সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..' ! জাপানে গিয়ে ইসলামাবাদকে নিশানা অভিষেকের
Abhishek Attacks Pakistan In Japan: জাপানে গিয়ে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ অভিষেকের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে সবাইকে এক হতে আহ্বান

কলকাতা: জাপানে গিয়ে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ অভিষেকের।টোকিও-তে গোটা বিশ্বের সামনে পাকিস্তানের আসল রূপ প্রকাশ্যে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর (Rabid Dog) হয়, তাহলে পাকিস্তান তার লালনকারী (Wild Handler)। গোটা বিশ্বের সবাইকে একত্রিত হয়ে সেই প্রশয়দাতা, সেই লালন-পালনকারীকে ধরাশায়ী করতে হবে। নতুবা সে আরও এমন অজস্র পাগলা কুকুরের জন্ম দেবে।'
পাকিস্তানের বিরুদ্ধে প্রচারে জাপানে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও হামলার ইস্যুতে অভিষেক বলেন, এই কথা আপনারা ছড়িয়ে দিন যে পাকিস্তান আদতে কী করেছে। আজ ভারতের সঙ্গে হয়েছে। কালও অন্য কারও সঙ্গেও তো হতে পারে। পাকিস্তানের দ্বিচারিতা, মিথ্যাচার গোটা বিশ্বের সামনে টেনে খুলে দেন অভিষেক। পাশাপাশি প্রতিবেশি রাষ্ট্র হিসেবে কী পোহাতে হল, তাও মনে করিয়ে দেন তিনি। অভিষেকের কথায়, '..যে কেউ হতে পারে। আপনি তো প্রতিবেশী দেখে ঘর নেন না' !
ভারত মাথানত করবে না। যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেবে। সন্ত্রাসবাদের প্রশ্নে জাপানে বসে এভাবেই পাকিস্তানকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারের পাঠানো সাংসদ প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপানে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্যকে এদিন স্বাগত জানিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত মাথানত করবে না। তোমরা (পাকিস্তান) যে ভাষা বোঝ, সেই ভাষাতেই উত্তর দেবে। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে সমস্ত বিরোধী দল। শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট করে সে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার জাপানের মাটি থেকে সেই বার্তা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়।
পহেলগাঁওয়ে জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স মনোভাব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল। JDU সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বে একটি দল পৌঁছেছে জাপানে। এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্য়েই টোকিওয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ।
টোকিওয় পৌঁছে গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় প্রতিনিধিদলটি জাপানের বিদেশমন্ত্রী তাকাশি আইওয়ার সঙ্গেও দেখা করেছে। সূত্রের খবর, জাপানের বিদেশমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানানোর পাশাপাশি ভারতের সংযমবোধের প্রশংসা করেছেন।জাপান ছাড়াও সর্বদলীয় প্রতিনিধিদল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে যাবে।






















