Infiltration From Bangladesh: অনুপ্রবেশের ২৪ ঘণ্টার মধ্যেই হাতে ভারতীয় পরিচয়পত্র ! ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার ১ বাংলাদেশি
Bangladeshi Infiltrator Arrested: ভুয়ো আধার কার্ড দেখিয়ে নেপালে ঢুকতে গিয়ে SSB-এর হাতে ধরা পড়লেন এক বাংলাদেশি।

সনৎ ঝা, শিলিগুড়ি : এবার বাংলাদেশি নাগরিকের কাছ থেকে উদ্ধার হল ভারতীয় আধার কার্ড। শিলিগুড়ির খড়িবাড়িতে ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। ধৃত মহম্মদ মানিক বাংলাদেশের লালমণিরহাটের বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড, বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশের পরিচয়পত্রে নাম মহম্মদ মানিক, তিনিই ভারতীয় আধার কার্ডে হয়ে গেছেন রাতুল খান। একই ব্যক্তির ২টি নাম। গতকাল খড়িবাড়ির পানিট্যাঙ্কি দিয়ে নেপালে ঢোকার আগে বাংলাদেশি নাগরিককে আটক করে SSB. পরে তাঁকে গ্রেফতার করে খড়িবাড়ি থানা।
ভুয়ো আধার কার্ড দেখিয়ে নেপালে ঢুকতে গিয়ে SSB-এর হাতে ধরা পড়লেন এক বাংলাদেশি। সূত্রের খবর, শুক্রবার অনুপ্রবেশ করে ভারতে ঢুকেই দালালের থেকে ভারতীয় পরিচয় পত্র জোগাড় করে ফেলেছিলেন তিনি। নজরদারি কোথায়? উঠছে প্রশ্ন। শুক্রবার অনুপ্রবেশ, শনিবারই হাতে ভারতীয় পরিচয়পত্র! সেই আধার কার্ড দেখিয়ে ইন্দো-নেপাল সীমান্ত পার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন বাংলাদেশের নাগরিক। শিলিগুড়ির পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হল মহম্মদ মানিক ওরফে রাতুল খান নামে এক যুবককে। শনিবার ভারতের আধার কার্ড দেখিয়ে নেপালে ঢোকার চেষ্টা করছিলেন ওই যুবক। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র।
সূত্রের খবর, বাংলাদেশের পরিচয়পত্রে ওই যুবকের নাম মহম্মদ মানিক। অন্যদিকে আধার কার্ডে নাম রাতুল খান। আধার কার্ডে পূর্ব মেদিনীপুরের লস্করপুরের ঠিকানা রয়েছে। পরে জেরায় ওই যুবক জানান তিনি আদপে বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা। শুক্রবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেই দালালের থেকে জাল আধার কার্ড নেন অভিযুক্ত। এখানেই প্রশ্ন উঠছে, ২৪ ঘণ্টার মধ্য়েই কীভাবে একজন অনুপ্রবেশকারীর হাতে আধার কার্ড পৌঁছে গেল? ভারতে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা কি এতই সহজ? দেশের নিরাপত্তার জন্য এটা কতটা উদ্বেগের?
ধৃত বাংলাদেশি মহম্মদ মানিককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয় আধার কার্ড। ভারতে ঢুকলেই মিলছে হাতে গরম রেডিমেড আধার কার্ড। আর সেই আধার কার্ড দেখিয়েই তৈরি হয়ে যাচ্ছে আসল ভোটার কার্ড থেকে শুরু করে ভারতীয় পাসপোর্ট পর্যন্ত। কেউ সেসব নথি ব্যবহার করে দিনের পর দিন থেকে যাচ্ছেন ভারতে। আবার কেউ ভারতীয় পরিচয় পত্র ব্যবহার করে সীমান্ত পার করছেন। হাতেনাতে ধরাও পড়ছেন অনেকে। সূত্রের খবর গত দু'মাসে অন্তত ৫০০ বাংলাদেশির নামের তালিকা সিইও দফতরে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। কিন্তু তারপরও অনুপ্রবেশ রোখা যাচ্ছে কই?






















