এক্সপ্লোর

WB Death Record Irregularities: রাজ্যের পোর্টালে মৃতের সংখ্যায় অসঙ্গতি? দু'টির মধ্যে একটি বন্ধের সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন

West Bengal Death Records: ফারাক সামনে আসতেই একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্যভবন। 

কলকাতা: রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক থাকার অভিযোগ। যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ বাধ্যতামূলক, সেখানে মৃতের সংখ্যা কম দেখানো হয়েছে বলে অভিযোগ। অন্য দিকে, যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ না করলেও চলে, সেখানে মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি। মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যের এই ফারাক সামনে আসতেই একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্যভবন। (Swasthya Bhawan)

রাজ্যএ গত তিন বছরে কত সংখ্যক মানুষ মারা গিয়েছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অসঙ্গতি ধরা পড়ল। জন্ম-মৃত্যু তথ্যের পোর্টাল অনুযায়ী, গতবছর মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৯৯১ জনের। 'মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ পোর্টালে ২০২৩ সালে রাজ্যে মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৩৯৫ জন। রাজ্য সরকারের দু'টি পোর্টালের তথ্যে মৃতের সংখ্যার ফারাক ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৬। ২০২২ এবং ২০২১ সালেও মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যে এই অসঙ্গতি ধরা পড়েছে। (West Bengal Death Records)

রাজ্যের কোনও নাগরিক মারা গেলে, তাঁর মৃত্যুর শংসাপত্র জারির আগে, তাঁর নাম রাজ্যের পোর্টালে তুলতে হয়। এমন দু'টি পোর্টাল রয়েছে রাজ্য, একটি হল, MCCD পোর্টাল অর্থাৎ মেডিক্যাল সার্টিফিকেশন কজ অফ ডেথ। কী কারণে মৃত্যু হয়েছে, তার উল্লেখ করতে হয়।  ওই MCCD পোর্টালে দেখা গিয়েছে, ২০২৩ সালে রাজ্যে মারা গিয়েছেন ১ লক্ষ ৩৫ হাজারের কিছু বেশি মানুষ। 

২০১৯ সালে যে 'জন্ম-মৃত্যু তথ্য' পোর্টাল চালু করে, সেই JMT-তে দেখা যাচ্ছে, ২০২৩ সালে রাজ্যে মারা গিয়েছেন ৬ লক্ষ ৬২ হাজারের বেশি মানুষ। অর্থাৎ দুই পোর্টালে মৃতের পরিসংখ্যানে আকাশ-পাতাল ফারাক রয়েছে। শুধু ২০২৩ সালেই নয়, ২০২২ সালেও একই রকম ফারাক চোখে পড়ে। একটি পোর্টালে ১ লক্ষের কিছু মানুষ মারা গিয়েছেন বলে দেখানো হয়, অন্যটিতে মৃতের সংখ্যা দেখানো হয় সংখ্যাটা প্রায় ৬ লক্ষ। আবার ২০২১ সালে একটি পোর্টালে ১ লক্ষ ২২ মৃত বলা হয়, অন্যটিতে ৫ লক্ষ ১৫ হাজার মৃত্যু দেখানো হয়। এই ফারাক সামনে আসতেই একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য়ভবন। 

কেন এই ফারাক? বিশেষজ্ঞরা বলছেন, জন্ম-মৃত্যুর তথ্য যেখানে থাকে, সেই পোর্টালের অ্যাকসেস শুধুমাত্র স্বাস্থ্যভবন, চিকিৎসক বা মেজিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালের হাতে নেই। রাজ্যের পঞ্চায়েত, পুরসভা, শ্মশান, সমাধিস্থল কর্তৃপক্ষের হাতেও। মৃত্যুর কারণ উল্লেখ না করে সেখান থেকেই মৃতের সংখ্যা যোগ করা হয়েছে। এ নিয়ে চিকিৎসক যোগীরাজ রায় বলেন, "শ্মশান, কবরস্থান, পুরসভা, পঞ্চায়েত সবার হাতে অ্যাকসেস রয়েছে। এই ফারাক থাকবেই। কারণ বেশির ভাগ মানুষ বাড়িতে মারা যান। চিকিৎসক ডেথ সার্টিফিকেট দিলে কারা আপলোড করেন সেটা দেখতে হবে।" তিনি জানান, এই অসঙ্গতির প্রভাব পড়তে পারে জনস্বাস্থ্যের উপর। কারণ মৃত্যুর কারণ জানা না গেলে, কোন রোগ বেড়ে গিয়েছে, মানুষের কোন অঙ্গ-প্রত্যঙ্গের রোগ বেড়েছে, তা বোঝা যাবে না। কোভিড হলে লিখতে হবে, কম বয়সিরা যে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, স্ট্রোক হচ্ছে, ডায়বিটিস, কিডনির রোগ হচ্ছে অল্পবয়সিদের। এতে খাওয়াদাওয়ায় কোথায় গন্ডগোল হচ্ছে বুঝতে হবে। 

চিকিৎসক মানস গুমটা বলেন, "কোভিডের সময়, ডেঙ্গির সময়ও তথ্য গোপন হয়েছে। আমরা চেঁচামেচি করতাম। কোনও না কোনও ভাবে, এই সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি, তথ্য গোপন রেখে রাজ্য ভাল আছে বলে প্রমাণের তাগিদ জারি থেকেছে। রোগ তো সরকার নিজে তো আনে না? তাহলে  তথ্যগোপন কেন। এতে মানুষের ক্ষতিই হয়। জন্ম-মৃত্যুর তথ্যের কথা বলতে গেলে, শুধু রাজ্য নয়, কেন্দ্রকেও জানাতে হবে। এতটা ফারাক হয়ে গেলে চিন্তার।"

MCCD পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ করা বাধ্যতামূলক। বহু দিন ধরেই এই রীতি চালু। কিন্তু বহু ক্ষেত্রেই মৃত্যুর সঠিক কারণ না উল্লেখ করে সংখ্যা বাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। MCCD পোর্টালের সঙ্গে JMT পোর্টালের সংখ্যায় এই ফারাক নিয়ে টনক নড়েছে। রাজ্য জানিয়েছে, MCCD পোর্টালটি আর রাখা হবে না। একটাই পোর্টাল থাকবে, JMT. কিন্তু এতদিন সেখানে মৃত্যুর কারণ উল্লেখ না করতে হলেও, এবার থেকে পঞ্চায়েত, পুরসভা, শ্মশান, কবরস্থান কর্তৃপক্ষ, সকলকে মৃত্যুর কারণ উল্লেখ করতে হবে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Zakir Hussain Demise: প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
West Bengal News Live: বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Advertisement
ABP Premium

ভিডিও

West Bengal News : মজুত বাজির মশলায় আগুন লেগে বিস্ফোরণ, প্রাণ গেল অষ্টম শ্রেণির পড়ুয়ারBhangar News : 'বেশি টাকা দিতে পারিনি বলে টিকিট পাইনি', বিস্ফোরক TMC নেতাTMC News : বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের তোলাবজির ভিডিও পোস্ট করে আক্রমণ সজলেরFirhad Hakim:'বিরোধীদের সুযোগ করে দেওয়ার মতো বিবৃতি দেবেন না',কোন প্রসঙ্গে হুমায়ুনকে পাল্টা কুণালের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Zakir Hussain Demise: প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
West Bengal News Live: বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Bangladesh: ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
RG Kar Protest: সন্দীপ-অভিজিতের জামিনের প্রতিবাদ, ধর্নায় বসার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের
সন্দীপ-অভিজিতের জামিনের প্রতিবাদ, ধর্নায় বসার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের
Aadhaar Card Money Fraud: সাবধান ! আধার কার্ড দিয়ে টাকা তুলছেন, একটি ভুলেই খালি হবে অ্য়াকাউন্ট
সাবধান ! আধার কার্ড দিয়ে টাকা তুলছেন, একটি ভুলেই খালি হবে অ্য়াকাউন্ট
Allu Arjun: পুষ্পা ২-এ নিয়েছেন ৩০০ কোটি টাকা ! জানেন বছরে কত ট্যাক্স দিয়েছেন অল্লু অর্জুন ?
পুষ্পা ২-এ নিয়েছেন ৩০০ কোটি টাকা ! জানেন বছরে কত ট্যাক্স দিয়েছেন অল্লু অর্জুন ?
Embed widget