Jadavpur University Chaos: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'আজাদ কাশ্মীর'-র সমর্থনে দেওয়াল লিখন ! কারা লিখল স্লোগান ?
Azad Kashmir Poster hanging on JU Wall: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখন, অভিযোগের আঙুল কার দিকে ?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখন। প্রযুক্তি ভবনে দেওয়াল লিখন নিয়ে নতুন বিতর্ক। দেওয়াল লিখনে আজাদ কাশ্মীরের পক্ষে স্লোগান। কারা লিখল স্লোগান, সবার মুখে কুলুপ। নেপথ্যে অতিবাম ছাত্র সংগঠন, অভিযোগ টিএমসিপি-র। তাঁর সংগঠনের কেউ লেখেনি, প্রতিক্রিয়া ইন্দ্রানুজ রায়ের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক চর্চা নিয়ে, প্রশ্ন এবং বিতর্ক দীর্ঘদিনের। নতুন করে দানা বাঁধল একটা দেওয়াল লিখনকে ঘিরে। প্রযুক্তি ভবনের দেওয়াল লিখন নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। লেখা আজাদ কাশ্মীর ! আজাদ কাশ্মীরের নীচে লেখা, Free Palestine , লাদাখ, মণিপুর,দেউচা-পাঁচামি-সহ একাধিক স্থানের নাম।
আরও পড়ুন, তৃণমূলে যোগ হলদিয়ার BJP বিধায়ক তাপসী মণ্ডলের ! CPM বিজেপি হয়ে ২৬-র আগে এবার ঘাসফুলের জমিতে..






















