Jadavpur University Chaos: উচ্চ মাধ্যমিক শুরুর দিনেই ধর্মঘটের ডাক SFI-র, 'পরীক্ষার পর..' সিপিএমকে 'Dj' শোনাতে চান কুণাল !
Kunal Attacks CPM On Jadavpur University Chaos: রাত পেরোলেই শুরু হবে উচ্চ মাধ্যমিক, যাদবপুরকাণ্ডের মধ্যেই এবার সিপিএমকে 'Dj' শোনাতে চান কুণাল !

কলকাতা: যাদবপুরের ঘটনার প্রতিবাদে কাল রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI. অন্যদিকে, সোমবার থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তা নিয়ে সিপিএমের ছাত্র সংগঠনকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। যাদবপুরকাণ্ডের মধ্যেই এবার সিপিএমকে 'Dj' শোনাতে চান কুণাল ঘোষ।
রাত পেরোলেই শুরু হবে উচ্চ মাধ্যমিক। পরীক্ষা শুরুর দিনেই যাদবপুর কাণ্ডে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। 'গুড় বাতাসা, চড়াম-চড়াম ঢাকের পর এবার Dj'। বঙ্গ রাজনীতিতে এবার 'Dj' কালচার ? যাদবপুরকাণ্ডের মধ্যেই এবার সিপিএমকে 'Dj' শোনাতে চান কুণাল ঘোষ। এদিন কুণাল বলেন, 'পালা পরিবর্তনের পর রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে সিপিএমের বড় বিপদ হতে দেননি মুখ্যমন্ত্রী। এখন সিপিএম নেতাদের Dj শোনার শখ জাগলে শোনানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সঙ্গীত শোনাতে চান। সিপিএমের প্রাণ কাঁদছে Dj শোনার জন্য। সিপিএম শুনতে চাইলে পরীক্ষার পর কিছু জায়গায় পার্টি Dj শুনিয়ে দেবে।'
কাল থেকে উচ্চমাধ্যমিক। এসএফআই কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। সেই উত্তেজনায় যেন কোনো রাস্তায় অবরোধ বা বাধা না দেয় সিপিএম, নকশালরা। স্কুল/সেন্টারে যাতায়াতে যেন কোনো সমস্যা না হয় পরীক্ষার্থীদের। পুলিশ, প্রশাসন সতর্ক, সক্রিয় থাকবে। কিন্তু সব রাজনৈতিক সংগঠনেরও দায়িত্বশীল…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 2, 2025
এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, 'কাল থেকে শুরু উচ্চ মাধ্যমিক। এসএফআই কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। সেই উত্তেজনায় যেকোনও রাস্তায়, অবরোধ বা বাধা না দেয় সিপিএম, নকশালরা। স্কুল বা সেন্টারে যাতায়াতে, যেনও কোনও সমস্য়া না হয় পরীক্ষার্থীদের। পুলিশ প্রশাসন সতর্ক ও সক্রিয় থাকবে। কিন্তু রাজনৈতিক সংগঠনেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।'
এদিন সিপি বলেন, 'কাল শুরু উচ্চমাধ্যমিক, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অসুবিধায় পড়লে হেল্পলাইন নম্বর ৯৪৩২৬ ১০০৩৯। যে সব রাজনৈতিক দল কাল কর্মসূচি রেখেছেন, তাঁরা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে। কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা।'
আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকের শুরুতেই ধর্মঘটের ডাক SFI-র ! 'প্রভাব পড়বে না পরীক্ষায়', বললেন সেলিম
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
