Jadavpur University: যাদবপুরকাণ্ডে আরও এক ছাত্র গ্রেফতার !
Jadavpur University More Student Arrested: শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন, গ্রেফতার যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌপ্তিক চন্দ্র

কলকাতা: যাদবপুরকাণ্ডে আরও এক ছাত্র গ্রেফতার। শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন, গ্রেফতার সৌপ্তিক চন্দ্র। যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌপ্তিক চন্দ্র।
প্রসঙ্গত, WBCUPA-SFI সংঘর্ষে রণক্ষেত্র হয়েছিল যাদবপুর। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, ধেয়ে এসেছিল জুতো! যাদবপুর বিশ্ববিদ্যালয়েই আক্রান্ত হয়েছিলেন ব্রাত্য। এরপর গিয়েছিলে এসএসকেএমে।দফায় দফায় সংঘর্ষ চলেছিল সেদিন। তৃণমূলপন্থী কর্মী সংগঠনের অফিসে আগুন লেগেছিল। ক্যাম্পাসেই ওয়েবকুপার সঙ্গে SFI-এর সংঘাত চলেছিল স্লোগান-পাল্টা স্লোগান চলেছিল। একদিকে SFI-র বিক্ষোভ, অন্য পথে ক্যাম্পাসে ঢুকেছিলেন শিক্ষামন্ত্রী । ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে চলেছিল, বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ।
যাদবপুরকাণ্ডের ৩ দিন পর, হাইকোর্টের হস্তক্ষেপে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে FIR করেছিল যাদবপুর থানা। FIR-এ নাম রয়েছে ব্রাত্য় বসু , তাঁর গাড়ির চালক , তৃণমূলপন্থী অধ্য়াপক ওমপ্রকাশ মিশ্র সহ অন্য়ান্য়র। ভারতীয় ন্য়ায় সংহিতার ১০৯ নম্বর ধারায় খুনের চেষ্টা, ৭৪ নম্বর ধারায় শ্লীলতাহানি, দুটোই জামিন অযোগ্য় ধারায় FIR করা হয়েছে। এছাড়া, ১১৫-র (২) ধারায়, মারধর, ৩৫১-র ৩-এ হুমকি, ৩-এর ৫-এ সংগঠিত অপরাধের অভিযোগ করা হয়েছে। এই প্রেক্ষিতে ব্রাত্য় বসুর প্রতিক্রিয়া, 'পুলিশ প্রশাসন, যা ঠিক মনে করেছে, তাই করেছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অধ্য়াপক ওমপ্রকাশ মিশ্র বলেন, আমিই তো আক্রান্ত হয়েছি। এটা উদ্দেশ্য়প্রণোদিত অসভ্য়তামি। আমার নাম ঢিকিয়েছে। আমি তো হেঁটে ক্য়াম্পাস থেকে বেরিয়েছি। '
ঘটনার দিন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে গাড়ির ধাক্কায় জখম হন, ইংরেজি বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ। পরের দিন, রবিবার হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই, মেল মারফৎ যাদবপুর থানায় অভিযোগ করেন তিনি। FIR দায়েরের আর্জি জানান। মেলে তিনি লিখেছেন... আমার আবেদন ব্রাত্য় বসু, ওম প্রকাশ মিশ্র এবং তার গাড়ির চালক সহ শ্লীলতাহানি ও অন্য়ান্য় অপরাধে অভিযুক্ত তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে উপযুক্ত ধারায় FIR রুজু করে, তাদের যথোপযুক্ত শাস্তির ব্য়বস্থা করা হোক। কিন্তু, দেখা গেছে, এই আবেদনের ভিত্তিতে FIR করতে লেগে গেল ৩-৩টে দিন, তাও আবার হাইকোর্টের হস্তক্ষেপে।
আরও পড়ুন, প্রথমে চাকরির প্রস্তাব, ইন্টারভিউয়ের নামে বাড়িতে ডেকে 'ধর্ষণ', দিনহাটায় গ্রেফতার TMC নেতা !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















