Jadavpur University: রাজভবনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, যথাযথ ব্যবস্থার আশ্বাস রাজ্যপালের
CV Ananda Bose: র্যাগিং রুখতে যাদবপুরের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন আচার্য সিভি আনন্দ বোস। গতকাল যাদবপুরের হস্টেলে যান রাজ্যপাল। ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন সিভি আনন্দ বোস।
কলকাতা: যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর (Jadavpur University) জন্য কি দায়ী র্যাগিং? এই পড়ুয়া মৃত্যুর দায় কি এড়াতে পারে কর্তৃপক্ষ? সাজা হবে কি রহস্যমৃত্যুকাণ্ডে অভিযুক্তদের? এখন এই প্রশ্নেই তোলপাড় গোটা রাজ্য। ছাত্র মৃত্যুর পর আজ রাজভবনে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপকরা। র্যাগিং রুখতে যাদবপুরের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন আচার্য সিভি আনন্দ বোস। গতকাল যাদবপুরের হস্টেলে যান রাজ্যপাল। ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন সিভি আনন্দ বোস। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন রাজ্যপাল (CV Ananda Bose)।
খুনের মামলা রুজু: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুকাণ্ডে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ। খুনের ধারার সঙ্গে সম্মিলিত অপরাধের ধারাও যোগ করা হয়েছে। পুলিশের ধারণা এক নয়, মৃত্যুর পিছনে থাকতে পারে একাধিক জনের যোগ। রাতভর হস্টেলের ১০-১২ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করা হয়। জানানো হয়েছে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ করা হবে। ৭ অধ্যাপক, ১ চিকিৎসক, ৩ পড়ুয়া প্রতিনিধিকে নিয়ে ১১ সদস্যের তদন্ত কমিটিও গড়েছে বিশ্ববিদ্যালয়। হস্টেলের এক আবাসিকের বিরুদ্ধে তাঁর ছেলেকে উত্যক্ত করার অভিযোগ করেছেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা।
অব্যাহত রাজনৈতিক তর্ক-বিতর্ক: অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনৈতিক তর্ক-বিতর্কও অব্যাহত। সোশাল-মিডিয়ায় সুকান্ত মজুমদার ও ব্রাত্য় বসুর আক্রমণ পাল্টা আক্রমণও চলছে। এদিন ঘটনা প্রসঙ্গে সোশাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লেখেন, 'প্রশাসনিক মদত ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএমসিপি, এসএফআই-এর মতো ছাত্র সংগঠনগুলো র্যাগিং চালাতে পারে না। স্বপ্নদীপকে নিজের প্রাণ দিয়ে তার মূল্য দিতে হল, এই মৃত্য়ুর দায় প্রশাসনের, ধিক্কার মুখ্য়মন্ত্রী'।এরপর সোশাল মিডিয়ায় পাল্টা আক্রমণ শানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, 'বিজেপি এখন রাজ্য়ের প্রত্য়েকটি দুর্ভাগ্যজনক ঘটনাতেই রাজ্য সরকারের দোষ খুঁজে পায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো রাজ্যপালের নিয়ন্ত্রণে! তাহলে এটা তো তাঁরই ব্য়র্থতা!'
আরও পড়ুন: Suvendu Adhikari: খোদ শুভেন্দুর গড়ে পঞ্চায়েতে বোর্ড গড়তে হাত মেলাল তৃণমূল ও বিজেপি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন