Abhishek Banerjee: Ragging মুক্ত ক্যাম্পাস অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই : অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek on Ragging CCTV: এক সমুদ্র বুকধুকপুক নিয়ে ঘুম উড়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মা-বাবাদের। এদিকে এতকাণ্ডের পরেও প্রশ্নে জালে জর্জরিত সিসিটিভি। কী বার্তা অভিষেকের ?
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur University Student Death) ইতিমধ্য়েই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চলছে জোরকদমে তদন্ত। সামনে এসেছে বালিগঞ্জ সায়েন্স কলেজের মর্মান্তিক ঘটনাও (Ballygunge Science College)। যাদবপুরের এই ঘটনায় শিক্ষা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)-সহ একাধিক বিশ্ববিদ্যালয় সতর্কবার্তা জারি করে কড়া পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারপরেও রয়েছে গিয়েছে একটা বিতর্কের ঝড়। সে প্রশ্ন হল নিরাপত্তা নিয়ে । যে প্রশ্নের 'উত্তর' নিয়ে দাঁড়িয়ে রয়েছে সিসিটিভি। কিন্তু কে তাঁকে দেবে প্রবেশের অনুমতি ?
আমরা সিসিটিভি লাগাবই : অভিষেক
কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসিটিভি বসানো নিয়েই উসকে গিয়েছে বিতর্কের ঝড়। প্রশ্নের মুখে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও। আর এদিন টিএমসিপি-র প্রতিষ্ঠাতা দিবসে এসে এনিয়ে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এদিন স্পষ্ট করে বলেন, 'Ragging মুক্ত ক্যাম্পাস অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই।'
ফের সামনে আসে সেই নিরাপত্তার বিষয়টিই
ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে তদন্তে সামিল হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি। যদিও গতকয়েকদিনে এতকিছুর পরেও কয়েক বিষয়ে ওঠে বিতর্কের ঝড়। ফের সামনে আসে সেই নিরাপত্তার বিষয়টিই। একাধিকবার সামনে আসে যাদবপুর ক্যাম্পাসে ঢিলেঢালা নিরাপত্তা ও নজরদারির অভাবের ছবিটাই। সম্প্রতি ক্যাম্পাসে দেখা যায়, ২০-২২ পুরুষ ও মহিলা সেনার আদলে পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনের সামনে। তারা কারা সেই নিয়ে প্রশ্ন ওঠে। কীভাবেই বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারলেন? কেন গেটে আটকাল হল না? পরে জানা যায়, এরা সকলেই এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি নামে এক বেসরকারি সংস্থার প্রতিনিধি।
আরও পড়ুন, বাজির আড়ালে কি আদতে বোমা তৈরি হত দত্তপুকুরে? NIA-তদন্তের দাবি Congress ও BJP-র
ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে বারবার বিতর্ক উঁকি দিয়েছে
সংস্থার তরফে দাবি করা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয় নিয়ে তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। এবার সেনার পোশাক পরে ক্যাম্পাসে ঢোকা বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে নোটিস দিল পুলিশ। তাঁর কাছ থেকে চাওয়া হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ ও বেশকিছু নথি। পাশাপাশি তলব করা হয় বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে। যাদবপুরের ছাত্র মৃত্যুর পর ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে বারবার বিতর্ক উঁকি দিয়েছে।