Jalpaiguri News: শাকের তরকারি খেয়ে মৃত্যু মহিলার, অসুস্থ শিশু-সহ পরিবারের আরও ৪
খাদ্যে বিষক্রিয়ার জেরেই কি মহিলার মৃত্যু? গুরুতর অসুস্থ শিশু-সহ পরিবারের আরও ৪ সদস্য। তেমনই অনুমান আত্মীয় ও চিকিত্সকদের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ থানা এলাকার সাহুডাঙ্গি গ্রামে।
রাজা চট্টোপাধ্যায় ও সনৎ ঝা, জলপাইগুড়ি: রাজগঞ্জে (Rajganj) এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। অসুস্থ শিশু-সহ পরিবারের আরও ৪ জন। শাকের তরকারি খেয়ে সকলে অসুস্থ হন বলে দাবি আত্মীয়দের। সূত্রের খবর, খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু বলে অনুমান চিকিৎসকদের।
খাদ্যে বিষক্রিয়ার (Food Poison) জেরেই কি মহিলার মৃত্যু? গুরুতর অসুস্থ শিশু-সহ পরিবারের আরও ৪ সদস্য। তেমনই অনুমান আত্মীয় ও চিকিত্সকদের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ থানা এলাকার সাহুডাঙ্গি গ্রামে। মৃতের নাম তনুশ্রী রায়। বয়স ২১ বছর। পরিবার সূত্রে খবর, রবিবার বাড়িতে শাকের তরকারি হয়েছিল। সেই তরকারি খেয়েই সকলে অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় পেটে ব্যথা। গ্যাঁজলা উঠতে শুরু করে মুখ দিয়ে।
অসুস্থদের প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মঙ্গলবার এখানে মৃত্যু হয় ২১ বছরের তনুশ্রীর। মৃতের আত্মীয় অনির্বাণ রায় জানিয়েছেন, রবিবার খেয়েছিল। তারপরই অসুস্থ হয়। ওই দিনই হাসপাতালে ভর্তি করি। খাদ্য বিষক্রিয়া হয়েছে বলে মনে হচ্ছে
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়ার জেরেই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরিবারের এক সদস্যের মৃত্যু হলেও ছেড়ে দেওয়া হয়েছে এক শিশুকে। বাকি ৩ জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই একইদিনে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) সমুদ্র সৈকত দিঘায় (Digha) বেড়াতে এসে পর্যটকের (Tourist) মৃত্যু (Death) হয়েছে। জানা গেছে, দিঘায় কাঁকড়া (Crabs) খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী পর্যটক। সেই অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত পর্যটকের নাম দীপিকা ভগৎ। তাঁর বয়স ১৯ বছর। দিদি জামাইবাবু সহ পরিবারের সঙ্গে দিঘার সমুদ্র সৈকতে (Digha Sea Beach) বেড়াতে এসেছিলেন দীপিকা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন। এরপর রাত নয়টা নাগাদ সমুদ্রের ধারে বসে জামাইবাবু সঙ্গে কাঁকড়া ভাজা খেয়েছিলেন। ওই কাঁকড়া খাওয়ার পরই সমুদ্র সৈকতেই অসুস্থ অনুভব করেন ওই তরুণী।সঙ্গে সঙ্গে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে আসা হয়। আর এর কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই নিয়ে দিঘাতে কাঁকড়া খেয়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটল। প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগ সামুদ্রিক কাঁকড়া খাওয়ার ফলে বিষক্রিয়াজনিত কারণে অসুস্থতা ঘটছে।