Jalpaiguri: দিন দুপুরে ময়নাগুড়ি ব্লকের রাজাহাট মোড়ে ছিনতাই, পলাতক দুষ্কৃতীরা
Jalpaiguri: সেখানে আসার সময় তাঁদের ধাওয়া করেন ৫ দুষ্কৃতী। এরপরই ২ ব্যক্তিকে চাকু দিয়ে মেরে জখম করে প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দিন দুপুরে ময়নাগুড়ি ব্লকের রাজাহাট মোড়ে ছিনতাইয়ের ঘটনা। এই মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কালেকশনের টাকা নিয়ে পাম্পের ম্যানেজার ও এক কর্মী রাজারহাট সেন্ট্রাল ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন মোটর সাইকেলে করে। সেখানে আসার সময় তাঁদের ধাওয়া করেন ৫ দুষ্কৃতী। এরপরই ২ ব্যক্তিকে চাকু দিয়ে মেরে জখম করে প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তারা একটি চার চাকার গাড়িতে এসেছিল বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়়িয়েছে। পরে ময়নাগুড়ি থানায় পেট্রোল পাম্পের মালিক ও ম্যানেজার অভিযোগ জানান। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কিছুদিন আগে মালদায় চলন্ত বাসে যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল লুঠের অভিযোগ উঠেছিল। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সা চলছে অসুস্থ যাত্রীর। কী ভাবে ঘটল ঘটনা, তদন্ত করছে পুলিশ। চলন্ত ট্রেনে পানীয় বা খাবারে মাদক মিশিয়ে যাত্রীকে অচেতন করে লুঠের ঘটনার কথা প্রায়ই শোনা যায়। এবার চলন্ত বাসে যাত্রীকে বেঁহুশ করে টাকা ও মোবাইল লুঠের অভিযোগ উঠল মালদায়। অসুস্থ যাত্রীকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুকলেসুর রহমান নামে ওই যাত্রীর বাড়ি রতুয়ার বিলাইমারিতে। রাজস্থানে শ্রমিকের কাজ করেন তিনি। মালদা টাউন স্টেশনে নামার পর মিনিবাসে করে আসছিলেন।
এর কিছুদিন আগে বারুইপুরে অভিনব হাতসাফাই এর ঘটনায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা খোয়া গেল প্রাক্তন স্বাস্থ্য আধিকারিকের। অভিনব কেপ মারির ঘটনা ঘটলো বারুইপুরে। বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরামপল্লীর বছর ৬৭-এর বাসিন্দা প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার মন্ডল হরিহরপুরে অবস্থিত সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা তুলতে। ১ লক্ষ ৩৫ হাজার টাকা তুলে তিনি যখন সাইকেলে করে বাড়ি ফিরছিলেন, সেইসময় মল্লিকপুর বাজারের কাছে তার সাইকেলের পিছনের চাকায় কিছু একটা জড়িয়ে যায়।
আরও পড়ুন: বারুইপুরে অভিনব কায়দায় ছিনতাই, সাইকেলে দড়ি জড়িয়ে ১ লক্ষ ৩৫ হাজার সাফ!