Jalpaiguri News: জুয়া-মাদকের ঠেকের প্রতিবাদে আক্রান্ত স্বামী-স্ত্রী ও শাশুড়ি, ঠেক ভাঙলেন স্থানীয়রা
স্থানীয় বাসিন্দাদের জানান, দীর্ঘদিন ধরে পুলিশ কিংবা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও ফল মেলেনি। এলাকায় রমরমিয়ে চলেছে জুয়া, মদ, মাদকের ঠেক। গতকাল স্থানীয় মহিলারা ওই ঠেকে আগুন লাগিয়ে ভাঙচুর চালিয়েছেন

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে মদ, বিভিন্ন রকমের মাদক ও জুয়ার ঠেক চলছিল এলাকায়। আগেও মদ, মাদক, জুয়ার ঠেকের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে। ফের আক্রান্ত হতে হল স্বামী, স্ত্রী ও শাশুড়িকে। আর এবার পুলিশের সহযোগিতা না পেয়ে মদের ঠেক ভাঙলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে গতকাল জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের চার নম্বর রেল ঘুমটি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গাঠু গোপাল ওরফে গোপাল দাস নামে এক ব্যক্তি এলাকায় মদ, বিভিন্ন প্রকারের মাদক ও জুয়ার ঠেক চালায়। ভাইফোঁটার দিন সন্ধ্যায় বোনের বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়ার পথে মদের ঠেকের রাস্তায় আক্রান্ত হতে হয় স্থানী শুভ বিশ্বাসের স্ত্রী ও শাশুড়িকে। সেদিন প্রথমে মদ, জুয়ার ঠেকের প্রতিবাদ করেন ওই ব্যক্তির স্ত্রী ও শাশুড়ি। অভিযোগ উঠেছে, তখনই শুভ বিশ্বাসের স্ত্রী ও শাশুড়ির হাতে ও পেটে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত গাঠু গোপাল। তাঁদের বাঁচাতে গেলে মাটিতে ফেরে মারধর করা হয় শুভ বিশ্বাসকে। তাঁকেও ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। সূত্রের খবর, এমন ঘটনার পরঅ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শুভ বিশ্বাস। চিৎকার, চেঁচামেচি শুনে স্থানীয় মানুষরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুভ বিশ্বাসের মাথায় ১৪টি সেলাই ও আঙুলে চারটি সেলাই পড়েছে।
আরও পড়ুন - Jalpaiguri: গাজলডোবা ফুলবাড়ি তিস্তা ক্যানেলে তলিয়ে গেল চারচাকা, গাড়ির কাচ ভেঙে বেরোলেন ৪ যাত্রী
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশ কিংবা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও ফল মেলেনি। এলাকায় রমরমিয়ে চলেছে জুয়া, মদ, মাদকের ঠেক। এমন ঘটনার পর গতকাল স্থানীয় মহিলারা ওই ঠেকে আগুন লাগিয়ে ভাঙচুর চালিয়েছেন বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, এর আগেও জুয়ার ঠেকের প্রতিবার করতে গিয়ে শুভ বিশ্বাসের পরিবারকে হেনস্থার মুখে পড়তে হয়েছিল। আক্রান্ত ব্যক্তির স্ত্রী শ্রেয়া বিশ্বাস পুলিশের কাছে অভিযুক্ত গাঠু গোপালের নামে অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে, গাঠু গোপাল ওরফে গোপাল দাস তাঁদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করেছে। কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুই পক্ষ থেকেই অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।






















