Jalpaiguri News: প্রথমে চুরি, পরে সিনেমার কায়দায় চিঠিতে লাখ টাকার চেয়ে নথি ফেরানোর প্রস্তাব !
Jalpaiguri Crime: এক সপ্তাহে তিনটি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে জলপাইগুড়ি শহরে। গ্রেফতার ১। লাগাতার জেরা করা হলেও মুখ ও বধিরের অভিনয় মূল অভিযুক্তের !
![Jalpaiguri News: প্রথমে চুরি, পরে সিনেমার কায়দায় চিঠিতে লাখ টাকার চেয়ে নথি ফেরানোর প্রস্তাব ! Jalpaiguri News one arrested in 3 different theft incident Jalpaiguri News: প্রথমে চুরি, পরে সিনেমার কায়দায় চিঠিতে লাখ টাকার চেয়ে নথি ফেরানোর প্রস্তাব !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/454f82d4b42c0e3d9a063a2ee4d00dea1667534337720484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজা চট্টোপাধ্যায়,জলপাইগুড়ি: এক সপ্তাহে তিনটি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে জলপাইগুড়ি শহরে (Jalpaiguri)। এর মধ্যে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটে বৃহস্পতিবার। চুরি হয় সোনা, টাকা সঙ্গে বাড়ির দলিল-সহ প্রয়োজনীয় কাগজ। চুরির পর শিক্ষকের বাড়িতে সিনেমায় কায়দায় চিঠি দিয়ে প্রয়োজনীয় কাগজ ফিরে পাওয়ার জন্য লক্ষাধিক টাকা দাবি করে দুষ্কৃতীরা, দাবি পরিবারের। চিঠি দিতে আসা এক টোটো চালককে গ্রেফতার করে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (Police)।
চুরি করে সিনেমার কায়দায় চিঠিতে লাখ টাকার চেয়ে নথি ফেরানোর প্রস্তাব !
পরিবার সূত্রে খবর, টাকা দিতে না পারলে সোনা দিলেও নেওয়া হবে সেটাও চিঠিতে উল্লেখ করা হয়, এক বাড়িতে পর পর তিনটি চিঠি দেওয়া হয়। এরকম অভিযোগ পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ধন্দে পড়ে যায়। অবশেষে সোমবার চিঠি দিতে আসা এক টোটো চালককে ধরে ফেলে এলাকার মানুষ। খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে। গতকাল রাতে জেরা করে মূল দুষ্কৃতী সুদীপ রায়কে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ। ধৃত যুবক ওয়াকারগঞ্জের বাসিন্দা, এর আগেও একাধিক অসামাজিক কাজ, গাড়ি অপহরণ করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
টোটো চালককে গ্রেফতার
পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ জেলা আদালতে সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে তুলে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত শহরের ওয়াকারগঞ্জ, টোপামারি ও রায়কত পাড়ায় তিনটি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনায় জানালা কিংবা দরজা ভেঙে দুষ্কৃতী'র দল সোনা, টাকা চুরি করার পাশাপাশি বাড়ির দলিল, জন্মের শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, আধার ও ভোটার কার্ড সহ প্রয়োজনীয় কাগজ নিয়ে যায়। এই ঘটনায় তদন্তে নামে সাদা পোশাকের পুলিশ। চিঠি দিতে আসা এক টোটো চালককে গ্রেফতার করে মূল অভিযুক্ত সুদীপকে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ।
আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? রইল সারা দেশের জ্বালানির দর
লাগাতার জেরা করা হলেও মুখ ও বধিরের অভিনয় মূল অভিযুক্তের !
সুদীপকে লাগাতার জেরা করা হলেও মুখ ও বধিরের অভিনয় করে দাবি পুলিশের। এ দিন চুরি ও চিঠি দেওয়ার ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "সুদীপ রায়কে গ্রেফতার করা জিজ্ঞাসাবাদ চলছে।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)