Jalpaiguri School News : 'মিড ডে মিলের টাকা লুঠ , আর স্কুলের পোশাক পরিবর্তন', স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার প্রতিবাদ প্রাক্তনীদের
' স্কুলের পরিচিতি হচ্ছে ইউনিফর্ম। সেটা পাল্টে দিলে ঐহিত্য নষ্ট হয়ে যায়। ইউনিফর্ম পাল্টে দিলে আবেগ আঘাত আসবে।'
![Jalpaiguri School News : 'মিড ডে মিলের টাকা লুঠ , আর স্কুলের পোশাক পরিবর্তন', স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার প্রতিবাদ প্রাক্তনীদের Jalpaiguri School News Alumni protest against blue-and-white school uniforms Jalpaiguri School News : 'মিড ডে মিলের টাকা লুঠ , আর স্কুলের পোশাক পরিবর্তন', স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার প্রতিবাদ প্রাক্তনীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/08/c882062cd6c1be236488a265e06f57b9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন প্রাক্তনীরা। জলপাইগুড়ি শহরে হল মিছিল। যা নিয়ে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের ইউনিফর্ম হবে নীল-সাদ’! রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার জলপাইগুড়ি শহরের সমস্ত সরকারি স্কুলের সামনে পড়ল ফ্লেক্স। প্রাক্তনী সম্মিলনী মঞ্চের তরফে দেওয়া ফ্লেক্সে লেখা- রং আমার আবেগ, আমায় রং দিয়ে যায় চেনা।
এছাড়াও এই ইস্যুতে গত শনিবার মিছিল করেন জলপাইগুড়ি শহরের একাধিক স্কুলের প্রাক্তনীরা। মিছিলের পর এবার স্কুলের সামনে ফ্লেক্স টাঙিয়ে দেন প্রাক্তনীরা।
প্রাক্তনী সম্মেলনী মঞ্চের সদস্য গৌতম পাল জানালেন, ' স্কুলের পরিচিতি হচ্ছে ইউনিফর্ম। সেটা পাল্টে দিলে ঐহিত্য নষ্ট হয়ে যায়। ইউনিফর্ম পাল্টে দিলে আবেগ আঘাত আসবে। বাংলাজুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছি'
স্কুলের ইউনিফর্ম নীল-সাদা, সিদ্ধান্ত রাজ্যের। ফের তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা। বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানালেন, ' শিক্ষার মান উন্নত করবেন না। স্কুলে শিক্ষক নিয়োগ শূন্য। মিড ডে মিলের অবস্থা খুব খারাপ। কেন্দ্রের মিড ডে মিলের টাকা লুঠ হচ্ছে। আর স্কুলের পোশাক পরিবর্তন করছে রাজ্য। '
তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা মুখপাত্র দুলাল দেবনাথ জানালেন, ' বিরোধিতা কতজন করছেন, তাঁদের পিছনে কারা আছেন, তাঁরা কী চান, সেই বিষয়ে খোঁজ নেব। এটা শিক্ষা দফতরের সিদ্ধান্ত। মানুষের আবেগ থাকতেই পারে। ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতেই পারে। '
সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পোশাক নীল-সাদা করার জন্য বুধবার জলপাইগুড়ির সমস্ত পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। তিনি জানিয়েছেন, স্কুলের ইউনিফর্ম বদল পুরোপুরি সরকারি সিদ্ধান্ত। এই বিষয়ে তাঁর কাছে বা ডিআইয়ের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। আগামী সপ্তাহেই স্কুলের পোশাকের জন্য ১ লক্ষ মিটার কাপড় আসবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)