Kunal Ghosh: 'ভয় পাচ্ছে BJP', অভিষেকের জনসংযোগ যাত্রার আগে নিশানা কুণালের
Kunal Attacks BJP on Abhishek' s Jana Sangjog Yatra : পাখির চোখ পঞ্চায়েত ভোট । মঙ্গলবার থেকে টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক, তার আগেই গেরুয়া শিবিরকে নিশানা কুণালের।
কলকাতা: পাখির চোখ পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। মঙ্গলবার থেকে টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ কোচবিহারে (Cooch Behar) যাচ্ছেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলেছেন, 'বাংলার মানুষকে চেনে না, প্যারাস্যুটে করে নেমেছেন। বাংলার মাটি কখনও দেখেননি।এখন কোটি কোটি টাকা খরচ করে বাস ভাড়া হয়েছে।পাঁচ তারা তাবুর বন্দ্যোবস্ত করা হচ্ছে।’এহেন আবহে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, 'অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি।'
'দিদির দূত' লেখা হুডখোলা বাসে চড়ে শুরু হবে অভিষেকের
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে তাঁর জনসংযোগ অভিযান। আজ বিকেলে কোচবিহার পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবিএন শীল কলেজের মাঠে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। বিকেলে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক। এরপর দিনহাটায় পৌঁছে সেখানেই রাত্রিবাস। তবে তাঁবুতে থাকছেন না অভিষেক। তাঁবুর কাছে ক্যারাভানে থাকবেন তিনি। কাল থেকে 'দিদির দূত' লেখা হুডখোলা বাসে চড়ে শুরু হবে অভিষেকের জনসংযোগ যাত্রা। দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ ঘুরে আলিপুরদুয়ার রওনা দেবেন অভিষেক।
তবে এত জায়গা থাকতে কেন কোচবিহার?
কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ১২৬টিতেই জয়ী হয় তৃণমূল। ১টি করে গ্রাম পঞ্চায়েতে জয়ী বাম ও বিজেপি। ১২টি পঞ্চায়েত সমিতির একটিতেও জিততে পারেনি বিরোধীরা।শুধু তাই নয়, পঞ্চায়েতের তিনটি স্তরে ৩৬ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসকদল।
একুশে গেরুয়া শিবিরের রথযাত্রা
প্রসঙ্গত, একুশের বিধানসভার আগে বিজেপির তরফেও এভাবে জেলায় জেলায় সফর কর্মসূচি নিয়েছিল বিজেপির শীর্ষনের্তৃত্ব। মূলত গেরুয়া শিবিরে ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল 'রথযাত্রা।' একুশ সালের ৫ ফেব্রুয়ারি বিজেপির ও রথযাত্রার সূচনা করেছিলেন সেবার জেপি নাড্ডা। তবে শুধুই বঙ্গ বিজেপির শীর্ষ নের্তৃত্বই নয়, অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই রাজ্যে ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সেবার। 'আর নয় অন্যায়'-সহ একাধিক স্লোগান কর্মসূচিও নেওয়া হয়েছিল।
আরও পড়ুন, আজ নবান্নে মমতা-নীতিশের বৈঠক, ২৪-র আগে বিরোধী ঐক্যে শান
২০২১-এর হাইভোল্টেজ বিধানসভা ভোটে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূল ভাল ফল করলেও, কোচবিহারে সিংহভাগ আসনে হারের মুখ দেখতে হয় শাসকদলকে। আলিপুরদুয়ারে একটিও আসনে জিততে পারেনি তৃণমূল। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি কোচবিহার থেকেই জনসংযোগ যাত্রা শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোচবিহার হয়ে আলিপুরদুয়ার ছুঁয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে অভিষেকের কর্মসূচি।