Humayun Kabir News: বালিগঞ্জে নতুন প্রার্থী ঘোষণা হুমায়ুনের, নিশা চট্টোপাধ্যায়ের বদলে এলেন প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান
Janata Unnayan Party : ওই কেন্দ্রে এবার নতুন প্রার্থী ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান।

সোমবার প্রার্থী ঘোষণা, মঙ্গলবারই বাতিল ! বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করেছিলেন হুমায়ুন কবীর। ওই কেন্দ্রে এবার নতুন প্রার্থী ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান। বালিগঞ্জে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী আবুল হাসান। প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসানকে প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন।
মাত্র ২৪ ঘণ্টা পেরোতেই ডিগবাজি ! সোমবার নতুন দল গঠন করে, সেই মঞ্চ থেকেই বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর। মঙ্গলবারই সেই প্রার্থীর নাম বাতিল করে দেন ভরতপুরের বিধায়ক। সোমবার 'জনতা উন্নয়ন পার্টি' গঠন করে, ৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন কবীর। তার মধ্যে কলকাতার একটি মাত্র কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। বলেন, "আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা প্রতীক নিয়ে লড়াই করবেন। কলকাতার বালিগঞ্জ কেন্দ্রে। যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী (তৃণমূল বিধায়ক) আছেন। নিশা চ্যাটার্জি।"
এরপরই সোশাল মিডিয়ায় দেওয়া নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবীর। তিনি বলেন, "আমার জানা ছিল না, উনি (নিশা চট্টোপাধ্যায়) একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রার্থী ঘোষণা করার আধ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিভিন্ন যে IT সেল বা বিভিন্নরকম অনলাইনে, যেসব ফেসবুকে তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনও ব্যক্তিকে, বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসেবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাতেই সিদ্ধান্ত নিয়েছি যে, এটাকে প্রার্থীরূপে রাখব না।"
নিশা চট্টোপাধ্যায়ের নাম বতিলের পর, বালিগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করবেন বলে জানিয়েছিলেন হুমায়ুন কবীর। তিনি বলেন, "আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনও একজন মুসলিমকে প্রার্থী হিসেবে তুলে ধরব। ওখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে বালিগঞ্জে প্রায় ৫০ শতাংশ, ৫০ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোটার আছে।" সেইমতো আজ প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন।
এই প্রেক্ষাপটে হুমায়ুনের আক্রমণের পাল্টা জবাব দেন নিশা। তিনি বলেন, একটা বাঙালি মেয়েকে হঠিয়ে, তুমি বলছ একটা মুসলিমকে নিয়ে আসবে। তাহলে সেটা ধর্মনিরপেক্ষ দল কী করে হল? হিন্দু বলেই বাদ হয়েছি। আমি তো কিছু জানতামই না। সেই হিসেবে আমাকে হঠাৎ করে ঘোষণা করে দেওয়া, আবার হঠাৎ করেই আমাকে ডাউন করে দেওয়া, উইথড্র করে দেওয়ার জন্য। মানহানির মামলা করব।"
প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র শিলান্যাসের দিন সৌদি আরব থেকে ধর্মগুরু আসার কথা থাকলেও, সেরকম কেউ আসেননি। এমনকী হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষীদের হায়দরাবাদ থেকে আসার কথা থাকলেও, পাঠানো হয়েছিল স্থানীয় নিরাপত্তারক্ষী। এবার নতুন দলের যাত্রার শুরুতে, প্রার্থী নিয়েও ধাক্কা খান ভরতপুরের বিধায়ক।






















