Jhargram Tiger Fear: জমিতে রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ, বেলপাহাড়িতে ফের বাঘের আতঙ্ক!
Belpahari Tiger Fear: তারা কীভাবে বনে যাবেন এবং কাজ করবেন, নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ফের রাতের ঘুম উড়ল বাঘের আতঙ্কে। দিনের বেলায় জমিতে বাঘের পায়ের ছাপ দেখা যেতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জঙ্গলমহলের বেলপাহাড়ির প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে।
নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা।
এটি নতুন ছাপ না কি পুরনো। পুরনো হলে তা ঠিক কতদিনের সেটা পরীক্ষা করে দেখার জন্য বনদফতরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। যদিও ঘটনা কে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তারা কীভাবে বনে যাবেন এবং কাজ করবেন, নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বেলপাহাড়ির ধরমপুর, কাসমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার রয়েছে পায়ের ছাপ। পায়ের ছাপ মিলতেই বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকায় প্যারিস অফ প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়।
আরও পড়ুন, 'মরে যাওয়ার ভান করেছিলাম, মা-কাকিমাকে খুন করেছিল...' ট্যাংরাকাণ্ডে খুনির নাম প্রকাশ জখম কিশোরের
গতকালও এলাকায় থমথমে। গ্রামের বাসিন্দারা জানান হয় বাঘজে তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাক অথবা বাঘকে ব্যারিকেট করে রাখুক এভাবে বাঘে এবং মানুষে এক জায়গায় থাকতে পারে না এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। বনদফতরের পক্ষ থেকে এলাকায় দেওয়া হয়নি নিরাপত্তা এমনই অভিযোগ তুলছেন তারা জানিয়ে সরব হয়েছেন স্থানীয়রা।
জিনাতের গলায় রেডিও কলার ছিল কিন্তু এ-ই বাঘের গলায় ভিডিও কল না থাকায় বিপাকে পড়েছেন বনদফতর যার ফলে এই বাঘের লোকেশন পাচ্ছেন না তারা। ইতিমধ্যে বাঘ বিশেষজ্ঞের একটি টিম এই এলাকায় কাজ করছে এমনটাই বনলতা সূত্রে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















