Tangra News: 'মরে যাওয়ার ভান করেছিলাম, মা-কাকিমাকে খুন করেছিল...' ট্যাংরাকাণ্ডে খুনির নাম প্রকাশ জখম কিশোরের
Tangra Murder News: এদিন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীকে জানিয়েছে, 'মা, কাকিমা, বোনকে মেরেছে কাকা। পায়েস খাওয়ানোর পর বেঁচে যাই।'

কলকাতা: ট্যাংরার পরিবারের দুই মহিলা ও এক নাবালিকাকে খুনের পিছনে দুই ভাইয়ের হাত রয়েছে বলে একপ্রকার নিশ্চিত ছিল তদন্তকারীরা। এবার সেই তথ্যেই কার্যত সিলমোহর দিলেন ট্যাংরাকাণ্ডে জখম কিশোর। এমনটাই জানিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে।
এদিন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীকে জানিয়েছে, 'মা, কাকিমা, বোনকে মেরেছে কাকা। পায়েস খাওয়ানোর পর বেঁচে যাই। তখন কাকা বালিশ চাপা দিয়ে আমাকেও মারতে চেয়েছিল। যোগ ব্যায়াম করতাম বলে কাবু করতে পারেনি। কাকার হাত থেকে বাঁচতে মরে যাওয়ার ভান করি, জানাল ট্যাংরাকাণ্ডে জখম কিশোর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীকে জানাল NRS হাসপাতালে ভর্তি ট্যাংরাকাণ্ডে জখম কিশোর।
এদিকে, কোনও আত্মীয়ই এখনও পর্যন্ত ওই কিশোরের দায়িত্ব নিতে রাজি হয়নি। মেধাবী ছাত্র, ভাল দাবা খেলে ওই নাবালক। বাবা-কাকার ব্যবসায় যে মন্দা দেখা দিয়েছে, তা জানতে পেরেছিল ২-৩ মাস আগে। ভেবেছিল, দাবার টুর্নামেন্ট খেলে অর্থ উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াবে। তার আগেই বড়রা সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলে।
আরও পড়ুন, 'চার্জশিটে ২ জায়গায় শুধু আমার নাম, প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ', চ্যালেঞ্জ অভিষেকের
কিশোর জানিয়েছে, ঘটনার ২ দিন আগে বাড়ির বড়রা বসে যখন কথা বলছিল তখনই সে টের পায়, বড় কিছু ঘটতে চলেছে। পায়েস খেয়ে কিছু না হওয়ায়, সকলে মিলে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু মা-কাকিমা রাজি না হওয়ায় কাকা ২ জনকে খুন করে বলে কিশোরের দাবি। কিশোরকে হোমে পাঠাতে চায় না কমিশন। তার দায়িত্ব নিতে প্রসূনের শ্বশুর-শাশুড়িকে রাজি করানোর চেষ্টা হবে বলে কমিশন জানিয়েছে। দুই ভাই প্রণয় ও প্রসূন দে-র সর্বোচ্চ শাস্তিরও দাবি জানিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।
প্রণয় ও প্রসূন দে-র বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ। এর মধ্যেই সামনে এসেছে এই পরিবারের বিদেশ ভ্রমণের বহু ছবি। বিলাসবহুল জীবনযাপনের কারণেই কি বিপুল ঋণ? উঠছে প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















