Jhargram News: প্রোমোটার দৌরাত্ম, মহিলাকে মারধর করে বাড়ি ভাঙচুরের অভিযোগ
সোমবার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুর এলাকার সাততলা আবাসন এলাকায় বসবাসকারী এক মহিলাকে মারধর করে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদের চেষ্টা করে দুই প্রোমোটার বলে অভিযোগ।
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: এলাকায় প্রোমোটারদের দৌরাত্ম্যের অভিযোগ। জমির দখল (Land Mafia) নিতে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে দুই প্রোমোটারের (Promoter) বিরুদ্ধে। এমনকি মহিলার বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি এই একই দিনে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম (Jhargram) শহরের ১২ নং ওয়ার্ড নৃপেনপল্লীতে। পরপর দুই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে এই দৌরাত্ম, আর তাতেই নাজেহাল সকলে। এদিন পরপর দুটি ঘটনায় ঝাড়গ্রাম থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের অভিযোগ, কখনও সরকারি জমি, কখনও খাসজমি কখনও রায়ত জমি থেকে উচ্ছেদ করে দখলের চেষ্টা চলছে।
সোমবার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুর এলাকার সাততলা আবাসন এলাকায় বসবাসকারী এক মহিলাকে মারধর করে তার বাড়ি থেকে তাঁকে উচ্ছেদের চেষ্টা করে দুই প্রোমোটা। এমনকি তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ওই প্রমোটারদের লোকজন বলে তিনি অভিযোগ করেন। জানা গিয়েছে, ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুর এলাকার বাসিন্দা জিকে রত্না নামে ওই মহিলা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন।
গত রবিবার দেবাশিস গঙ্গোপাধ্যায় ও আশীষ ঘোষ নামে দুই প্রমোটার তাঁদের লোকজন নিয়ে মহিলার ওপর চড়াও হয়। তাঁর বাড়ি ভাঙচুর করে তাঁকে মারধর করে বলে তিনি অভিযোগ করেন। আতঙ্কিত অবস্থায় সারাদিন তিনি বাড়িছাড়া ছিলেন। ওই দিন রাতেই ঝাড়গ্রাম থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঝাড়গ্রাম থানার পুলিশ দুই অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ।
অপরদিকে সাতসকালে ঝাড়গ্রাম শহরের ১২ নং ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকায়, কংসাবতী ক্যানেলের পাশের সরকারি জমি দখলের চেষ্টা করে এলাকার কিছু মানুষ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ এসে সরকারি জমি দখল মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।