TET Agitation: 'আমাদের হয় নিয়োগ দিন, নয়তো মৃত্যু দিন', দাবি চাকরিপ্রার্থীদের
Job Agitation: ভ্যানের তলায় শুয়ে পড়ে বিক্ষোভ। তাঁদের টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।
কলকাতা: নিয়োগের দাবিতে আন্দোলন ঘিরে ধুন্ধুমার এক্সাইড মোড় এবং রবীন্দ্রসদন চত্বর। এক্সাইড মোড়ে (Exide Crossing) ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ঘিরে উত্তেজনা। পুলিশি ধরপাকড়। চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে গেল পুলিশ। তারপরেও কার্যত অবরুদ্ধ এক্সাইড মোড়। আন্দোলনকারীদের বাসে তুলে দিতে চাইছে পুলিশ। তাছাড়াও অসংখ্য আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছেন।
ভ্যানের তলায় শুয়ে বিক্ষোভ:
ভ্যানের তলায় শুয়ে পড়ে বিক্ষোভ। কোনওভাবে তাঁদের সরাতে পারছে না পুলিশ (Police)। তাঁদের টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। আশুতোষ মুখার্জি রোড সম্পূর্ণ অবরূদ্ধ। রাস্তা বসে পড়ে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। সেই সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে। এক মহিলা আন্দোলনকারীকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। প্রিজন ভ্যান ছাড়াও, বাস থামিয়ে আন্দোলনকারীদের তুলে দিতে দেখা যায় পুলিশকে।
অবরুদ্ধ যান চলাচল:
রাস্তার ২দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ। পুলিশের গাড়ির চাকার তলায় ঢুকে বিক্ষোভ চলছে। কার্যত অবরূদ্ধ রবীন্দ্র সদন চত্বর।
অন্যদিকেও নজর:
অন্যদিকে, সকালেই ২০১৪-র টেট উত্তীর্ণ (TET Passed) চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। সল্টলেকের করুণাময়ীতে জমায়েতের ডাক দেন চাকরিপ্রার্থীরা। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। এদিন চাকরিপ্রার্থীদের অভিযান ঠেকাতে সল্টলেকের বিভিন্ন মেট্রো স্টেশন ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিয়ালদা স্টেশনেও তল্লাশি চালায় পুলিশ। বিক্ষোভকারী সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
অফিসের সামনে বিক্ষোভ:
পুলিশি ধরপাকড়ের মাঝেই, কয়েকশো চাকরিপ্রার্থী দৌড়তে শুরু করেন ক্যামাক স্ট্রিটের দিকে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের সামনে বসে পড়েছেন কয়েকশো চাকরিপ্রার্থীরা। সেখানে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। এক চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা বেশ কিছুদিন আগে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তখন প্রতিনিধি পাঠিয়ে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁদের চাকরি নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি। তারপর দেড় মাস কেটে গেলেও কোনও খবর মেলেনি। তাই চাকরি নিয়ে খবর পেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে এসেছেন বলে দাবি আন্দোলনকারীদের একজনের। ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছে গিয়েছে পুলিশবাহিনী। সেখান থেকে আন্দোলনকারীদের তোলার চেষ্টা শুরু করে পুলিশ। শুরু হয়েছে চরম ধস্তাধস্তি। সেখানেও গাড়ির চাকার সামনে শুয়ে বিক্ষোভ শুরু চাকরিপ্রার্থীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'মা-বোনেদের প্রয়োজন, তাই বিধাবাভাতা প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাবেন', ঘোষণা মমতার