Justice Abhijit Ganguly:'কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে', কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
TMC Leader Kunal Ghosh:'কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বললেন, 'একদিন আমার চেম্বারে এসেছিলেন। বেশ অবাক হয়ে গিয়েছিলাম।'
কলকাতা: 'কুণাল ঘোষের (TMC Leader Kunal Ghosh) সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। বললেন, 'একদিন আমার চেম্বারে এসেছিলেন। বেশ অবাক হয়ে গিয়েছিলাম।' বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে, 'মানুষটা খারাপ না। আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। ভদ্র মানুষ, ভাল ব্যবহার করলেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব?' তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক তাঁর লেখা একটি উপন্যাস তাঁকে পাঠিয়েছেন বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। কুণালের লেখা নিয়ে বিচারপতির বক্তব্য, 'বেশ ভাল লিখেছেন, লেখার হাত খুব ভাল।' সঙ্গে হালকা মেজাকে সংযোজন, 'যদিও আমাকে গালাগাল করতে ছাড়ছেন না। আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন।' কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক যে ভাল, সে কথা মেনে নিয়েছেন কুণালও। তবে একই সঙ্গে জানিয়েছেন, দল বা তৃণমূল নেতৃত্বকে নিশানা করলে দলের মুখপাত্র তিনি নিজের ভূমিকা পালন করবেন।
কী প্রতিক্রিয়া কুণালের?
'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য শুনলাম, ভাল লাগল। উনি আমার লেখার প্রশংসা করেছেন। ওঁকে অনেক ধন্যবাদ জানাচ্ছি', বললেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক। সঙ্গে জানালেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মাঝেসাঝে 'আড্ডা' দিতেও ভালই লাগে। তবে একটি যে তাঁদের দু'জনের আলাপচারিতার একটি দিক মাত্র, সে কথা শোনা গেল কুণালের কথাতেও। বললেন, 'আজ উনি আক্ষেপ করেছেন, যে কুণাল ঘোষ আমার সমালোচনা করেন। কিন্তু উনি যখন আমার দল বা নেতৃত্বের সমালোচনা করেন, তখন পাল্টা ওঁর সমালোচনা করা বা ওই অংশটা যে ওঁর বলার নয় সেটা বুঝিয়ে দেওয়া আমার কর্তব্য। এর বাইরে ওঁর সঙ্গে তো কোনও ব্যক্তিগত শত্রুতা নেই।' এমনিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সহজ সম্পর্কই রয়েছে, বলে মনে করেন কুণাল। কিন্তু তাতে নিজের দলীয় অবস্থান থেকে তিনি যে নড়বেন না, সেটাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
প্রেক্ষাপট...
অতীতে একাধিকবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাতে শোনা গিয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। বিচারপতি গঙ্গোপাধ্যায় গত বছর, এপ্রিলে যখন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন, তখন কুণাল বলেছিলেন, 'আপনি অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে নিয়েছেন এবং আপনার চেয়ারের মিসইউজ করে আপনি বাংলায় বিজেপি, সিপিএম আর কংগ্রেস - এদের হাত শক্তিশালী করছেন। যে সিপিএম অমিতাভ লালা, বাংলা ছেড়ে পালা বলেছিল, আপনি তো তাদের দলের লোক।' সেটাই অবশ্য প্রথম ও শেষ বার নয়। সে দিক থেকে দেখলে আজকের ঘটনাক্রম চমকে দিয়েছে অনেককে।
আরও পড়ুন:রাতে ঠান্ডা কমছে ২ মেদিনীপুরে? কেমন থাকবে আবহাওয়া?