Justice Harish Tandon : SSC-র ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন
SSC cases : গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ।
কলকাতা : এসএসসি-র ১১টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন (Justice Harish Tandon ) । গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি । সরে দাঁড়ানোর কোনও কারণ জানানো হয়নি। আজ এসএসসি মামলার শুনানি হওয়ার কথা ছিল হরিশ টন্ডনের বেঞ্চে।
এর আগে SSC’র গ্রুপ D’তে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ৫টি মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, ৪টি নির্দেশের ওপরই স্থগিতাদেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এরপরই সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দেওয়া হচ্ছে কেন, এই বিস্ফোরক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
View this post on Instagram
SSC মামলা বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চকে শোনার জন্য নির্দিষ্ট করে হাইকোর্ট। যা নিয়ে দিনভর সরগরম থাকল কলকাতা হাইকোর্ট। SSC-র নবম-দশমে শিক্ষক নিয়োগ, গ্রুপ C ও গ্রুপ D-তে কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারই প্রেক্ষিতে সোমবার শুনানি ছিল বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। আদালত সূত্রে খবর, এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। ফলে মামলা চলে যায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে। এরপরই প্রধান বিচারপতি জানান, মামলার শুনানি হবে টিএস শিবাগনানম ও বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে। কিন্তু তাঁরাও মামলা থেকে সরে দাঁড়ালে, ফের তা যায় প্রধান বিচারপতির কাছে। তখন তিনি জানান, মামলাটি শুনবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চ। অথচ ওই দুই বিচারপতিও মামলা শুনতে রাজি হননি। তখন আবার বিষয়টি যায় প্রধান বিচারপতির কাছে।