Kakdwip college viral video : ইউনিয়ন রুমের 'দাদা'র পিঠে উঠে ম্যাসাজ দেওয়া ব্যক্তিটি কে? ভিডিও ভাইরাল হতেই যা বললেন...
মাটিতে রীতিমতো গদি, চাদর পেতে, বালিশ মাথায় শুয়ে আছেন এক ব্যক্তি। তাঁর প্রায় পিঠে উঠে ম্যাসাজ করছেন আরেক যুবক। কে তিনি, কী বললেন?

গৌতম মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা : ৭ বছর ধরে ছাত্র নির্বাচন হয়নি বঙ্গের কলেজগুলিতে। কসবা ল-কলেজের ঘৃণ্য ঘটনার অভিযোগের পর থেকে একের পর এক মারাত্মক অভিযোগ উঠে আসছে বিভিন্ন কলেজে চলা ইউনিয়নের দাদাগিরি নিয়ে। ভাইরাল হচ্ছে নানা ভিডিও। যাঁরা নানা কারণে মুখ খুলতে পারেননি এতদিন, তাঁদের অনেকেও এগিয়ে এসে মুখ খুলছেন। কেউ প্রকাশ্যে, কেউ নাম-পরিচয় গোপন রেখে। প্রশ্ন উঠছে, পড়ুয়াদের সাহায্য করার নামে আসলে কী হয় কলেজগুলির ইউনিয়ন রুমগুলোয়? কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজের ঘটনার পর, এই প্রশ্নগুলি যখন মাথাচাড়া দিতে শুরু করেছে, তখন একের পর এক ভিডিও সামনে আসতে শুরু করায়, বিতর্ক কয়েক গুণ বেড়ে গেছে। প্রকাশ্যে কাকদ্বীপে 'ইউনিয়ন রুমে' বিয়ে থেকে সোনারপুর কলেজে মাথা ম্যাসাজের ভিডিও।
এই আবহে, ফের বিতর্কে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়। বিয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর, এবার ছড়িয়ে পড়েছে ইউনিয়ন রুমে বডি ম্যাসাজের একটি দৃশ্য। মাটিতে রীতিমতো গদি, চাদর পেতে, বালিশ মাথায় শুয়ে আছেন এক ব্যক্তি। তাঁর প্রায় পিঠে উঠে ম্যাসাজ করছেন আরেক যুবক। অভিযোগ, ভিডিওতে যে ঘর দেখা যাচ্ছে, সেটা কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুম।সেখানেই বাড়ির মতো গদি পেতে চলছে মালিশ।
যিনি ম্যাসাজ দিচ্ছেন তাঁর নাম দেবজ্যোতি পাল। ম্যাসাজ দেওয়ার কথা স্বীকার করেছেন ওই যুবক। যদিও তাঁর দাবি, তিনি এই কলেজের মাঠে ফুটবল খেলেন। খেলার সময়ে কলেজের এক প্রাক্তন ছাত্র চোট পেয়েছিলেন। তখন তাঁকে ম্যাসাজ করে দিয়েছিলেন। অভিযুক্ত বহিরাগত জানান, এসবই তিন বছর আগের ঘটনা। তিনি বিকেলে মাঠে খেলতে যেতেন। কলেজের ছাত্র নন তিনি, তবে ওই কলেজের অনেকের সঙ্গেই আড্ডা হত। বৃষ্টি চলছিল সেদিন, তাই ইউনিয়ন রুমে যান। তিনি জানান, যাঁকে ম্যাসাজ দিচ্ছিলেন, তাঁর নাম কুণাল মিস্ত্রি। তিনি প্রাক্তন ছাত্র। দেবজ্যোতি জানান, নিজে রাজনীতি না করলেও TMCP-র অনেকেই তাঁর বন্ধু । যদিও এই যুবক যে কুণাল মিস্ত্রির নাম নিয়েছেন, তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিতর্ক বাড়তে থাকায় ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ। এর আগে সোনারপুর মহাবিদ্য়ালয়ের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজ করানোর অভিযোগ উঠেছিল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর প্রতীক কুমার দের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেন প্রতীক। এবার মালিশ করার ছবি ধরা পড়ল সুন্দরবন মহাবিদ্যালয়ে।






















