Kakdwip Teacher Beaten: কাকদ্বীপে শিক্ষক পিটিয়ে গ্রেফতার তৃণমূল নেতা, প্রবল বিতর্কের মুখে তৎপর পুলিশ
Kakdwip News: ক্যানিং স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে।

কৃষ্ণেন্দু অধিকারী, কাকদ্বীপ : কাকদ্বীপে শিক্ষক পিটিয়ে তৃণমূল নেতা গ্রেফতার। প্রবল বিতর্কের মুখে শিক্ষক পেটানো তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে হারউড পয়েন্ট থানায় FIR দায়ের হয়েছিল। ক্যানিং স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। শুধু আজকেই নয়, এপ্রিল মাসেও কাকদ্বীপের এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে।
কাকদ্বীপের স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত শিক্ষককে ঘাড়ধাক্কা। স্কুলেই পরিচালন সমিতির সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। তাড়া করে স্কুলেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার মার। স্কুল থেকে বের করে এসডিপিও অফিস পর্যন্ত টেনে মারধরের অভিযোগ। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে তৃণমূল নেতার বেলাগাম গুন্ডামি। পড়ুয়াদের সামনেই হামলা, তাও পাল্টা মার ঠেকানোর সাফাই নেতার। হারউড পয়েন্ট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। গতকাল কী ঘটেছিল তাঁর সঙ্গে, তার বিস্তারিত বিবরণ দেন তিনি। আজই অভিযোগ দায়ের করার পর প্রবল চাপের মুখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যে ছবি প্রকাশ্যে এসেছিল সেখানে দেখা গিয়েছিল, স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনেই করিডর দিয়ে কার্যত হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। জানা গিয়েছে, স্কুলের লাগোয়া অঞ্চলেই এক আক্রান্ত শিক্ষকের বাড়ি। এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কে রয়েছেন আক্রান্ত শিক্ষক।
গতকাল আক্রান্ত হন এই শিক্ষক। আজ কিছুক্ষণ আগে থানায় এফআইআর দায়ের করেন আক্রান্ত শিক্ষক। প্রবল চাপের মুখে অবশেষে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিনি স্কুলের পরিচালন সমিতির সভাপতি হওয়ার পাশাপাশি পঞ্চায়েতের সমিতিরও সদস্য। আজ সারাদিন কার্যত বেপাত্তা ছিলেন শাসক দলের এই নেতা। তাঁর খোঁজ মেলেনি বাড়ি গিয়েও। শোনা গিয়েছিল, তিনি নাকি চাঁদা তুলতে গিয়েছেন। তবে অবশেষে ত্রিদিব বাড়ুই নামের ওই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রবল চাপের মুখে অতি তৎপর হয়ে অভিযুক্ত শাসক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে। দলের তরফ থেকে এই অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার।
শসক দলের নেতার হাতে শিক্ষক নিগ্রহের ঘটনা এই প্রথম নয়। এর আগেও অসংখ্যবার তৃণমূল নেতাদের হাতে আক্রান্ত হয়েছেন শিক্ষকরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়- বাদ যায়নি কোনও স্থানই। চরম হেনস্থার শিকার হতে হয়েছে শিক্ষকদের।






















