Kalna Stampede: কালনার পিঠেপুলি উৎসবে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন, হাসপাতালে ভর্তি আহত ৮
Kalna Stampede Incident: কালনার পিঠেপুলি উৎসবে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন..

পশ্চিম বর্ধমান: কালনার পিঠেপুলি উৎসবে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন। উপচে পড়া ভিড় সামলাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম বেশ কয়েকজন। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি আহত ৮ জন । কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে পিঠেপুলি উৎসব ।
বাংলা তথা ভারতে ভিড়ের চাপে অঘটনের সংখ্যা কম নয়। কখনও পদপিষ্ট হয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে। বাইশ সালে রাজ্যের মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল আসানসোলে। তৎকালীন, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজক ছিলেন খোদ চৈতালি। আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পরেই শুরু হয়েছিল দায় ঠেলাঠেলি। প্রশ্ন ১: হাজার হাজার মানুষের ভিড়, তাও কেন সংকীর্ণ বাঁশের ব্যারিকেড? । প্রশ্ন ২: কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রচুর জমায়েত, কেন ছিল না অ্যাম্বুল্যান্স?। প্রশ্ন ৩: হাজার হাজার মানুষের জমায়েত? কেন ছিল না পুলিশ?
কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি, ব্যারিকেড ভাঙতেই হুড়োহুড়ি, দাবি ছিল প্রত্যক্ষদর্শীদের। পদপিষ্ট হয়ে শিশু, মহিলা-সহ ৩জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল পুলিশ।
তেইশ সালের বছর শেষের মুখে দেগঙ্গা বইমেলার নবম দিনে ঘটেছিল বিপত্তি। সেবার গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান ছিল । অনুপম রায়ের অনুষ্ঠান দেখতে বইমেলা প্রাঙ্গণে ৩০ হাজার মানুষের সমাগম হয়েছিল। ভিড়ের চাপে বইমেলার গেট ভেঙে ৪ থেকে ৫ জন আহত হয়েছিলেন । ব্যারিকেড ভেঙে বহু দর্শক বইমেলা প্রাঙ্গণে, ঘণ্টাখানেকের জন্য টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছিল। দেশের মধ্যে দেখতে গেলে, কিছু বছর আগে কোচি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মর্মান্তিক ঘটনা ঘটেছিল। পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যু হয়েছিল । অন্ততপক্ষে ৫৫ জন জখম হয়েছিলেন। কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ঘটনা ঘটেছিল। ওই বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলার সময় ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ২ ছাত্র ও ২ ছাত্রীর মৃত্যু হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, যাঁদের পাস ছিল অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদেরই প্রবেশাধিকার ছিল। কিন্তু, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি বিগড়াতে শুরু করে। বাইরে অপেক্ষারত মানুষজন আশ্রয় নেওয়ার জন্য অডিটোরিয়ামে ঢুকে পড়েন। যার জেরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল। অন্তত ৫৫ জন ছাত্র-ছাত্রীর আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলেিল। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছিলেন, কোচির কলামাসেরি মেডিক্যাল কলেজে দুই ছাত্র ও দুই ছাত্রীকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আর সদ্য মর্মান্তিক ঘটনার মুখোমুখী হয়েছিল তিরুপতি মন্দির। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে টিকিট বিলি ঘিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের।
আরও পড়ুন, 'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি ! মেদিনীপুর থেকে গ্রিন করিডর করে আনা হল SSKM-এ..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















