Fake Saline: 'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি ! মেদিনীপুর থেকে গ্রিন করিডর করে আনা হল SSKM-এ..
Fake Saline Effected Maternity Woman Admitted In SSKM: 'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়

কলকাতা: 'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়। মেদিনীপুর মেডিক্যাল থেকে ৩ প্রসূতিকে SSKM-এ আনা হয়েছে। এদের মধ্যে দুইজনকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম রাখা হয়েছে !
শেষ অবধি পাওয়া খবরে, আজকে রাতে কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না। প্রসূতিদের শারীরিক অবস্থা একইরকম রয়েছে। যাত্রাপথের মধ্যে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়নি। রাস্তায় মাঝপথে শুধু কোলাঘাটের কাছে কিছুক্ষণের জন্য অ্যাম্বুলেন্স থামাতে হয়েছিল।এক চিকিৎসক বলেন চিকিৎসক থামানোর জন্য। এক রোগীনির অবস্থা স্থিতিশীল করে আবার অ্যাম্বুলেন্স রওনা দেয়। এছাড়া আর যাত্রাপথের মধ্যে আর অ্যাম্বুলেন্স কোথাও দাড়ায়নি।
যে তিন প্রসূতিকে আনা হয়েছে, তাঁদের মধ্যে মাম্পি সিংহ, তাঁকে সিসিইউ এর ১৪ নং বেডে রাখা হয়েছে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। নাসরিন খাতুন তাঁকে ITU এর ৬ নং বেডে রাখা হয়েছে। তারও ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম রয়েছে। তৃতীয় প্রসূতির ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম লাগছে না। তাঁকে শুধু অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তাঁকে সিসিইউ এর ১৩ নং বেডে রাখা হয়েছে। সুগত দাশগুপ্তর নের্তৃত্বে ৫ সদস্যের যে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে।
'প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই', প্রাথমিক তদন্তে অনুমান স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির। আগামীকালই জমা পড়বে ১৩ সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট। 'স্যালাইন ব্যবহারের পর প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়', প্রসূতিদের শরীরে অক্সিজেনের পরিমাণও কমেছে, খবর স্বাস্থ্যভবন সূত্রে। 'কিডনিতেও সংক্রমণ, ৩ প্রসূতির ডায়ালিসিস'। বায়োপসিও করা হয়েছে, স্বাস্থ্যভবন সূত্রে সূত্রে খবর, স্যালাইনে কোনও রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল্স' কোম্পানির তৈরি 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন'-এর ব্যবহারের ফলে সংক্রমণের জেরেই মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। কিন্তু, সরকারি নিষেধাজ্ঞার পরও খাস কলকাতা থেকে জেলায় উঠে এল ভয়ঙ্কর ছবি। ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ, আর জি কর মেডিক্য়াল কলেজ, SSKM, NRS মেডিক্য়াল কলেজ থেকে ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজে দেখা গেল সেই স্য়ালাইন ব্যবহারের ছবি। এই প্রেক্ষাপটে এদিন ফের স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ চিকিৎসক মৃন্ময় বসাক, আজও এই ন্য়াশনাল মেডিক্য়াল কলেজে ব্যানড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের RL ব্যবহার করা হচ্ছে। গত ৭ তারিখ স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি বলছে, এই RL-কে এক্ষুনি বন্ধ করতে হবে এবং লোকাল পারচেজ করে RL সরবরাহ করতে হবে। কিন্তু, তা সত্ত্বেও এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই যে হাসপাতাল, স্বাস্থ্য দফতরের যে ঘুম ভাঙেনি প্রমাণ সেটা আজকেও রোগীদের, প্রসূতি মা যাদের সিজার হচ্ছে সেই মায়েদের সেই RL ব্য়ানড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের RL ব্যবহার হচ্ছে।
আরও পড়ুন, সিগন্যালিং ব্যবস্থা বদলের জন্য এই রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ! জরুরি আপডেট রেলের
একই ছবি কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। অভিযোগ শনিবারও এভাবেই রোগীদের দেওয়া হয়েছে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল্সের 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন'। ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ MSVP তন্ময় পাঁজা বলেন, স্বাস্থ্যভবন থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালের সব ফ্লুইড বন্ধ রাখার নির্দেশ এসেছে সপ্তাহখানেক আগে। আজও নির্দেশ এসেছে। হাসপাতালের সব ওয়ার্ডে নির্দেশ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।






















