Kolkata News: কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদাকে 'মারধর'
West Bengal News: 'নারকেলডাঙা থানা এলাকায় হামলায় চালায় অরুণ দে ও অমিত দাস নামে ২ অভিযুক্ত'। থানায় অভিযোগ দায়ের ২০২১-এ ভোটপরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর দাদার ।
কলকাতা: কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদাকে 'মারধর'। মঙ্গলবার থেকে মামলায় সাক্ষ্যদান শুরু, তার আগে অভিজিতের দাদাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। মারধরের অভিযোগ সিবিআইয়ের খাতায় ফেরার ২ অভিযুক্তের বিরুদ্ধে । 'নারকেলডাঙা থানা এলাকায় হামলায় চালায় অরুণ দে ও অমিত দাস নামে ২ অভিযুক্ত'। থানায় অভিযোগ দায়ের ২০২১-এ ভোটপরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর দাদার ।
নিহত বিজেপি কর্মীর দাদাকে 'মারধর': কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল CBI-এর খাতায় ফেরার দুই অভিযুক্তের বিরুদ্ধে। মঙ্গলবার থেকে অভিজিৎ সরকার হত্যা মামলায় সাক্ষ্যদান শুরু হবে। তার আগে গতকাল নারকেলডাঙা থানা এলাকায় অভিজিতের দাদাকে মারধর করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ ওঠে। অরুণ দে ও অমিত দাস নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।
২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি।
কাঁকুড়গাছির বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ২ বছরের মাথায়, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। চার্জশিটে কেন নাম নেই তৃণমূল বিধায়ক পরেশ পালের? প্রশ্ন তোলেন নিহতের দাদা। প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) আদালতে (Court) সাক্ষ্য দিতে যাওয়ার পথে এর আগে অসুস্থ হয়েছিলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা (BJP Worker Abhijit Sarkar' s Mother)। আর এবার নিহত বিজেপি কর্মীর দাদাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ।
আরও পড়ুন: Howrah Weather Update: হাওড়ায় দুপুরের দিকে বাড়বে ভ্যাপসা গরম, বৃষ্টিপাত হতে পারে হালকা