West Bengal News Live Updates: 'অনুমতি নেই', লেক মলের কাছে অভয়া মঞ্চের মিছিল আটকাল পুলিশ
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পদ্মশ্রী কেড়ে নেওয়ার দাবি হুমায়ুনের। সত্য একদিন সামনে আসবে, বললেন কার্তিক মহারাজ।
কসবার মনোজিতের পাল্টা তৃণমূলের হাতিয়ার সোমনাথ। ওড়িশায় সোনার দোকানে চুরির অভিযোগ। দলের সঙ্গে সম্পর্ক নেই, পদক্ষেপ নিক পুলিশ, পাল্টা বিজেপি।
কসবাকাণ্ডে DNA-র নমুনা সংগ্রহ। নির্যাতিতা ও ৩ ধৃতের DNA-র নমুনা সংগ্রহ। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে DNA-র নমুনা। ঘটনার দিন ধৃত ৩ জনের পরে থাকা পোশাকের পরীক্ষা।
গণধর্ষণকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর ফুটেজ। CC ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলে যাচ্ছে নির্যাতিতার বয়ান, খবর পুলিশ সূত্রে। ফুটেজে দেখা গেছে, নির্যাতিতা কলেজের মেন গেট দিয়ে বেরোতে চাইলে, তাঁকে আটকাচ্ছে ২ পড়ুয়া, পুলিশ সূত্রে খবর। নির্যাতিতাকে জোর করে নিরাপত্তারক্ষীর ঘরের দিকে নিয়ে যেতে দেখা গেছে, পুলিশ সূত্রে খবর।
WB News Live: কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে দুই তৃণমূল সাংসদের প্রকাশ্য সংঘাত
কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে দুই তৃণমূল সাংসদের প্রকাশ্য সংঘাত। ধৃতদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই এক্স হ্যান্ডল পোস্টে নারী-বিদ্বেষী বলে খোঁচা দেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ এতটাই নারী বিদ্বেষী যে, তাঁর লোকসভায় কোনও মহিলা কর্মী, ভাল নেত্রীকে উঠতে দেন না। পাল্টা আক্রমণ শানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ।
West Bengal News Live: লেক মলের সামনে পুলিশের সঙ্গে তুমুল বচসা শ্রীলেখা মিত্রর
এদিনের মিছিলে ছিলেন বিনোদন জগতের বেশ কিছু পরিচিত মুখ। বাদশা মৈত্র, চন্দন সেন, দেবদূত ঘোষের সঙ্গে এই মিছিলে হেঁটেছেন শ্রীলেখা মিত্রও। লেক মলের সামনে পুলিশ যখন মিছিল আটকায় তখন ডাক্তারদের তরফে বারবার সকলকে বলা হয় কেউ যেন দড়ি পার না করেন, ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা না করেন। কিন্তু দড়ি পার করে এগিয়ে আসেন কয়েকজন। সেখানে শ্রীলেখা মিত্রর সঙ্গে ছিলেন আরও অনেকেই।






















