Khardaha News: সুন্দরীর সঙ্গে ভিডিয়ো কলের হাতছানি! সর্বস্ব খোয়াতে পারেন, খড়দহে সতর্কতা অভিযান পুলিশের
Khardaha News: এর আগে, কলকাতা এবং ব্যারাকপুলেও পুলিশ এমন সচেতনতা অভিযান চালায়। ব্ল্যাকমেইল, অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক করে মানুষকে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রতারণার জাল (Cyber Fraud) পাতা ভুবন হয়ে দাঁড়িয়েছে নেটমাধ্যম। পা ফস্কেছে কী ওঠার উপায় নেই। তা থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে খড়দহে প্রচারে নামল পুলিশ এবং প্রশাসন। সুন্দরী নারী, বিদেশি নাগরিকের বন্ধুত্বের হাতছানি থেকে অচেনা নম্বর থেকে আসা ভিডিয়ো কল, সাধারণ মানুষকে সতর্ক করতে প্রচার চালানো হচ্ছে সেখানে।
দফায় দফায় খড়দহের (Khardaha News) বিভিন্ন জায়গায় মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। তাতে অচেনা নম্বর থেকে আসা ভিডিয়ো কল না ধরার পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে। অচেনা নম্বর দেখলেই ব্লক করে দেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। একই সঙ্গে বিভিন্ন অনলাইন চ্যাট মাধ্যমে বিদেশিনী এবং সুন্দরী মহিলাদের বন্ধুত্বের অনুরোধ নিয়েও সতর্ক করতে দেখা গেল পুলিশকে।
খড়দহ থানার পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক কালে সাইবার অপরাধের ঘটনা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। অনলাইন মাধ্যমে বন্ধুত্ব করে গুরুত্বপূর্ণ তথ্য, টারকা হাতানোর ঘটনা যেমন সামনে আসছে, তেমনই ভিডিয়ো কলে হানিট্র্যাপে ফাঁসানোর ঘটনাও উঠে আসছে। এ ক্ষেত্রে ভিডিয়ো কলে ঘনিষ্ঠ মুহূর্তে আপত্তিকর অবস্থায় থাকা ছবি ফোনের অপর প্রান্ত থেকে ক্যামেরাবন্দি করে নেওয়া হচ্ছে। পরে সেই ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে, ব্ল্যাকমেইল করে হাতানো হচ্ছে মোটা অঙ্কের টাকা। তাই নাগরিকদের সচেতন করা হচ্ছে।
করোনা কালে সাইবার অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে এর আগে একই সতর্কবার্তা দিয়েছিল কলকাতা পুলিশও। বৃহস্পতিবারই কলকাতার বিভিন্ন এলাকায় মাইক নিয়ে ঘুরে ঘুরে প্রচার করতে দেখা যায় পুলিশকে। জানানো হয়, সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি লিফলেট বিলি করেও চলে প্রচার অভিযান। অনলাইন লেনদেনের ক্ষেত্রে কঠিন পাসওয়ার্ড রাখার পরামর্শ দেওয়া হয়। ভিডিয়ো কলে কথা বলার সময় আপত্তিকর অবস্থায় না থাকাই শ্রেয় বলে জানায় পুলিশ।
শুধু তাই নয়, অন্তরঙ্গ ভিডিয়ো বা ছবি আদানপ্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেয় পুলিশ। ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কেউ টাকা চাইলে লজ্জায় ঘরে বসে না থেকে, পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় সকলকে। এ ছাড়াও শপিং মলের ট্রায়ালরুমে ঢোকার আগে সব কিছু দেখে নেওয়া, নেটমাধ্যমে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শও দেওয়া হয়। ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকেও অনলাইন প্রতারণা চক্রকে আটকাতে এলাকায় প্রচার অভিযান চালানো হয়।