Kirti Azad: কীর্তির মুখে কুকথা! দিলীপ ঘোষের সঙ্গে মহিষাসুরের তুলনা করলেন তৃণমূল নেতা
Kirti Azad on Dilip Ghosh: দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে কীর্তি আজাদ বলেন, 'দিলীপ ঘোষের মতো খারাপ মুখের ভাষার মানুষ দেখা যায় না। উনি নিজের মাকেও সম্মান করতে জানেন না।'
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লোকসভা ভোট (Lok Sabha Election) যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে কুকথার ঝড়। শাসক হোক কিংবা বিরোধী শিবির, কথার মারপ্যাঁচে কম যান না কেউই। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র প্রচারে নেমেই বাগযুদ্ধে জড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dili Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata banerjee) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেতাকে শোকজ করেছে নির্বাচন কমিশন (Election Commission), এমনকি বিজেপিও।
এদিন প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের সেই প্রসঙ্গ টেনে কীর্তি আজাদ বলেন, 'দিলীপ ঘোষের মতো খারাপ মুখের ভাষার মানুষ দেখা যায় না। উনি নিজের মাকেও সম্মান করতে জানেন না। আর এরকম মানুষ মহিষাসুরের মতো হন। যার সমাজে কোনও স্থান হয় না।'
তিনি আরও বলেন, 'দিলীপ ঘোষকে শোকজ করেছে ওঁর দলই। এটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টির শোকজ। ২০২২ এ সবাইকে মাথার ছাদ দেবে বলেছিল। ২০৪৭ এ সেই প্রতিশ্রুতি পৌঁছেছে। এরা মিথ্যে গ্যারান্টি দিয়ে চলেছে। ভাইয়ের সঙ্গে ভাইকে লড়াইয়ে দিতে চাইছে। মহিলাদেরও সম্মান করেন না। মমতাদিদির নামেও যা খুশি তাই বলছে। জয় শ্রী রাম বলেন আরএসএস-এর লোকেরা। জয় সীতা রাম তো বলে না। কেন? দিলীপ ঘোষের উচিত লজ্জায় জলে ঢুবে মরে যাওয়া। মানসিক বিকারগ্রস্থ উনি। বিজেপির উচিত ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া। প্রয়োজনে আমি ওঁকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেব।'
এদিন প্রচারে বেরিয়ে এলাকাবাসীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, 'সকলের মধ্যে আলাদাই ভালবাসা আছে, কর্মীরাও প্রচার ঘিরে উজ্জীবিত। সত্যিই সকলকে দেখে খুব ভাল লাগছে। যেভাবে সকলে আশীর্বাদ দিচ্ছেন। আমি নিশ্চিত সকলের এই ভালবাসায়, আশীর্বাদেই আমরা জয়লাভ করব।"
আরও পড়ুন, শোকজের পরও বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' সম্বোধন!
প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটে নিজের চেনা কেন্দ্রের বদলে নতুন মাঠে নেমেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। প্রতিপক্ষ প্রাক্তন ক্রিকেটার বলে, অচেনা পিচেও শুরু থেকে চালিয়ে খেলতে শুরু করেছেন দিলীপ ঘোষ। যদিও প্রথমেই লুজ বলে ক্যাচ দিয়েছেন বিজেপি নেতা, এমনই কটাক্ষ রাজনৈতিক মহলেরই।