KMC Election Oath Taking : জয়ী বামপ্রার্থীর সঙ্গে শপথের আগে সাক্ষাৎ জয়ী বিজেপি প্রার্থীর, কী কথা হল?
Oath taking as Councilor : শপথ অনুষ্ঠানের আগে পুরসভায় এসে এদিন ২ নম্বর ওয়ার্ডে সিপিআইয়ের জয়ী প্রার্থী মধুছন্দা দেবের সঙ্গে দেখা করেন ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ।
কলকাতা : আজ কলকাতা পুরসভায় কাউন্সিলর পদে ১৮ জনের শপথগ্রহণ। এঁদের মধ্যে বাম ও বিজেপির ৫ জনও রয়েছেন।
শপথ অনুষ্ঠানের আগে পুরসভায় এসে এদিন ২ নম্বর ওয়ার্ডে সিপিআইয়ের জয়ী প্রার্থী মধুছন্দা দেবের সঙ্গে দেখা করেন ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ। বহুদিনের পুরনো বাম পুর প্রতিনিধি মধুচ্ছন্দা দেব। সৌজন্য বিনিময়ের পাশাপাশি, তাই তাঁর কাছে পুর প্রশাসনের কাজ শিখতে চাই। সেই কারণে সাক্ষাৎ, দাবি সজল ঘোষের। শেখাতে আপত্তি নেই, প্রতিক্রিয়া মধুচ্ছন্দা দেবের।
এবার পুরভোটে ৫০ নম্বর ওয়ার্ডে প্রথমবার পদ্ম ফোটে সজল ঘোষের হাত ধরে। জেতেন ১ হাজার ৫৩ ভোটে। গত অগাস্ট মাসে সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে ঢুকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই তিনিই জয়ের দরজা ভাঙেন সজল। অন্যদিকে সজল ঘোষ বলেছিলেন, ' সব জবাব দিয়ে দিয়েছে মানুষ। মানুষ জবাব দিয়ে দিয়েছে। মানুষের কাজ করেছি, আজ ফল পেয়েছি, কী আছে তাতে!'
আরও পড়ুন :
কলকাতায় সংগঠন দুর্বল, জানতাম এখানে ফল ভাল হবে না, মন্তব্য দিলীপ ঘোষের
কলকাতা পুরভোটে প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাম। একা সিপিএমের প্রাপ্ত ভোটের হারও, বিজেপির থেকে বেশি। পাশাপাশি তৃণমূল যে ওয়ার্ডগুলিতে জিতেছে, তার মধ্যে বেশিরভাগ আসনেই দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থীরা। এরই মধ্যে কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডে জেতেন সিপিআই প্রার্থী মধুচ্ছন্দা দেব। বহুদিনের পুরনো বাম পুর প্রতিনিধি এবারও জয়লাভ করে বলেছিলেন , "যথার্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে বামেরা আরও আসন পেত। কিন্তু সেটা হয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট হয়নি সেটা প্রমাণ হল। এটা সুরক্ষা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা করাতে পেরেছি।'' তিনি আরও বলেন, আমার ওয়ার্ডে আরও অনেক কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। বাইরের কোনও প্রতিরোধ এখানকার মানুষ মেনে নেয়নি।''
কলকাতা পুরভোটে তৃণমূলের জয়জয়কারের মধ্যেও তাঁরা অপরাজিত। সোমবার শপথ অনুষ্ঠানের আগে এসে সাক্ষাৎ হল দুই জন প্রতিনিধির, হোক না দুজনের রং আলাদা।