Kolkata Fire News: এসি থেকে দাউদাউ আগুন, লেলিহান শিখার গ্রাসে বেকবাগানের বহুতল, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
Beckbagan News: এই বহুতলের ভিতরে কেউ আটকে কাছে কি না তা খতয়ে দেখার চেষ্টা হচ্ছে দ্রুত গতিতে

কলকাতা: শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বেকবাগানের কাছে বহুতলে আগুন। দাউদাউ করে জ্বলছে বহুতলের একাংশ। লেলিহান শিখার গ্রাসে গোটা একটি ফ্লোর। বাইরের অংশে এই আগুন বেরিয়ে আসে। গোটা এলাকা ঢাকছে কাল ধোঁয়ায়। এই বহুতলের ভিতরে কেউ আটকে কাছে কি না তা খতয়ে দেখার চেষ্টা হচ্ছে দ্রুত গতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকেই এই আগুন লেগেছে। ওই এসির বাইরের ইউনিট আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। সেখান থেকেই দাউদাউ করে আগুনের শিখা বাইরে বেরিয়ে আসে। গোটা বিল্ডিংটি কালো ধোঁয়ার গ্রাসে চলে যায়।
ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক এসি মেশিন। আগুনের তাপে গোটা বিল্ডিংয়ের একাংশ পুড়ে কালো হয়ে যায় মুহূর্তে। আগুন নিয়ন্ত্রণে আনতে এজেসি বোস ফ্লাইওভার থেকে দমকলের ইঞ্জিন টানা জল দিয়ে তা নেভানোর চেষ্টা চালাতে থাকে।

যেহেতু আজ শনিবার, ওই বিল্ডিংয়ের অধিকাংশ অফিস বন্ধ তাই কারও আটকে পড়ার সম্ভাবনা নেই বলে অনুমান। তবে আশেপাশে যে অফিসে লোকজন ছিল তাঁরা নিরাপদেই নিচে বেরিয়ে এসেছে বলে খবর। অনেকের আটকে থাকার আশঙ্কা। তবে এই বিল্ডিংয়ের নিচের গেট দিয়ে দমকল কর্মীরা বিল্ডিংয়ের ভিতরে ঢোকেন। আর কেউ আটকে আছে কি না, আগুনের মূল উৎস কোথায় তা খতিয়ে দেখার কাজ চলেছে।
তবে এই আগুন ফের উস্কে দিল সম্প্রতি ঘটে যাওয়া বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে। বড়বাজারের ওই হোটেল হয়ে উঠেছিল জতুগৃহ। পুড়ে ছারখার হয়েছিলেন মহিলা ও শিশু-সহ ১৪জন। ওই হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, হোটেলের পিছন দিকে একটা সিঁড়ি রয়েছে। প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, এই সিঁড়ি থাকলেও, কেউ নামতে পারেননি। বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠছে সেখানকার অগ্নিনির্বাপক ব্যবস্থা থেকে আপৎকালীন পরিস্থিতিতে বেরনোর মতো বিকল্প রাস্তা না থাকা নিয়ে। বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ আগুন মনে করিয়ে দিয়েছিল স্টিফেন কোর্ট, আমরি হাসপাতালে ভয়াবহ স্মৃতি। সবচেয়ে বড় কথা, এর মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছিল হোটেল থেকে বেরোতে না পেরে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে।






















