Kolkata Corona Rule Violation : বেলাগাম করোনা, বেপরোয়া মানুষ ! কলকাতা থেকে জেলা, মাস্কহীন মুখের সারি
Kolkata Corona Rule Violation: মাস্ক ভুলেছেন মানুষ। কারও মুখে রুমাল। কারও সেটুকুও নেই। সদর্প উক্তি ' করোনা-টরোনা বলে কিস্যু নেই '
কলকাতা : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত (Coronavirus) ১৮ হাজার পার! একদিনে ১৮জনের মৃত্যু। শুধু কলকাতাতেই (Kolkata Corona Update) দৈনিক সংক্রমণ সাড়ে ৭ হাজার, ৭জনের মৃত্যু। এরই মধ্যে বিধিভঙ্গের ছবি শহরের বিভিন্ন বাজারে। মাস্ক ভুলেছেন মানুষ। কারও মুখে রুমাল। কারও সেটুকুও নেই। সদর্প উক্তি ' করোনা-টরোনা বলে কিস্যু নেই '
শনিবার সকালের ছবি। ভোর থেকে কসবা বাজারে থিকথিকে ভিড়। অনেকেরই মুখে মাস্ক নেই। কারও বা থুতনিতে। মাস্ক না পরার বিভিন্ন অজুহাতও রয়েছে সকলের কাছে। মাস্ক পরেননি কেন ? জিজ্ঞাসা করতে দোকান ফাঁকা রেখেই উঠে যান এক ব্যবসায়ী। কারও কারও আবার পরোয়াই নেই। কেউ ক্যামেরা দেখে মুখে তুলে নিলেন মাস্ক।
কেউ বলছেন দোকানে ধূপ জ্বালাচ্ছিলাম। আবার কেউ বলছেন, পুজো করছিলাম। বাঘাযতীন বাজারে মাস্ক পরা নিয়ে নানা অজুহাত ব্যবসায়ীদের। বাজারে এসে আতঙ্কিত ক্রেতারা। একে ভিড়, তায় ব্যবসায়ীদের অনেকেরই মুখে মাস্ক নেই। সংক্রমণের আশঙ্কায় ক্ষুব্ধ ক্রেতারা।
কলকাতায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরপরেও পাতিপুকুর মাছ বাজারে অসচেতনতার চূড়ান্ত ছবি। ভিড়ের মধ্যে বিনা মাস্কে চলছে বেচাকেনা। কারও মাস্ক আবার থুতনির নীচে। ক্যামেরা দেখে তুলে নিচ্ছেন নাকের ওপর। কেউ মাস্ক নেই বলে ক্যামেরার সামনে চাদরে ঢাকছেন মুখ। দেখা মেলেনি পুলিশের।
আরও পড়ুন :
বাংলায় বাড়ছে করোনা, গঙ্গাসাগরে প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে
, উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৩ হাজার ১১৮। সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে কামারহাটি, আড়িয়াদহ, দক্ষিণেশ্বরের দোকান-বাজার প্রতি সোম, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। অন্যদিকে রথতলা, বেলঘরিয়া সহ কামারহাটি পুরসভার ১৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের বাজার বন্ধ থাকবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।
অন্যদিকে পূর্ব বর্ধমানে, উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৩ হাজার ১১৮। সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে কামারহাটি, আড়িয়াদহ, দক্ষিণেশ্বরের দোকান-বাজার প্রতি সোম, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। অন্যদিকে রথতলা, বেলঘরিয়া সহ কামারহাটি পুরসভার ১৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের বাজার বন্ধ থাকবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।
গঙ্গাসাগর মেলার আগে আউটরাম ঘাটে ভিড় করেছেন পূণ্যার্থীরা। কিন্তু, সেই ভিড়ে কোথাও দেখা নেই ন্যূনতম সতর্কতার। উধাও দূরত্ববিধি, অধিকাংশের মুখেই নেই মাস্ক। প্রশ্নের মুখে অদ্ভুত যুক্তি দিলেন অনেকে। বৃহস্পতিবার আউটরাম ঘাটে পূণ্যার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা দেখেছি, করোনা-বিধি, ভ্যাকসিন--- এসব সম্পর্কে অনেকের কোনও ধারণাই নেই!