West Bengal News Live: রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ, শনিবারেও ১৮ হাজার পার দৈনিক আক্রান্ত
West Bengal Breaking New Live Updates: জেনে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকেই।
LIVE
Background
গঙ্গাসাগর মেলার জন্য ভিন রাজ্যের পুণ্যার্থীদের ভিড়। ময়দানে মাস্ক বিলি করে পুলিশ ফিরতেই করোনা বিধির দফারফা। অনেকের মুখেই নেই মাস্ক। রয়েছে আরটি পিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও। এই আবহে বাবুঘাটে পুরসভার কোভিড টেস্ট চলে। সেখানে ৬জন কোভিড পজিটিভ, এমনটাই জানা গিয়েছে। ১১৯জন পুণ্যার্থীর করোনা পরীক্ষা করা হয়েছিল।
গঙ্গাসাগরে প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়তি সর্তকতা নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাবুঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত পুণ্যার্থীদের জন্য বিভিন্ন জায়গায় থাকবে আর্টিফিশিয়াল টেস্টের সুযোগ। বাড়ানো হয়েছে সেফ হোমের সংখ্যা। পুণ্যার্থীরা যাতে মাস্ক ব্যবহার করার জন্য প্রচার চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কোভিড বিধি মানার জন্য কপিলমুনি মন্দিরের সামনে প্রচার চালানো হচ্ছে। পুণ্যার্থীদের জন্য রাখা হচ্ছে থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে প্রায় কয়েক হাজার ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে দু'লক্ষ মাস্ক রাখা হচ্ছে। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে আগাম প্রস্তুত জেলা প্রশাসন।
West Bengal News Live : মাস্ক না পরায় দোকান বন্ধ করল পুলিশ
বারবার সতর্ক করার পরেও করোনা সচেতনতায় হুঁশ ফিরছে না একাংশের। অবাধ্যদের পথে আনতে ওষুধ সেই পুলিশের ধমক। মাস্ক না পরে দোকান খোলায় রাজপুর সোনারপুর পুর এলাকায় একাধিক দোকান বন্ধ করে দিল পুলিশ। চলল গ্রেফতারি। মহেশতলা বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দিলেন পুরপ্রশাসক।
West Bengal News Live : গঙ্গাসাগর পুণ্যার্থীদের ৯ জনের রিপোর্ট পজিটিভ
গঙ্গাসাগর মেলার আগে আউট্রাম ঘাটে ভিড় করেছেন পূণ্যার্থীরা। সেখানে পুরসভার ক্যাম্পে করোনা রিপোর্ট পজিটিভ আসা পুণ্যার্থীকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেল পুলিশ। আজ আউট্রাম ঘাটে গঙ্গাসাগরের ৪০ জন পুণ্যার্থীর কোভিড টেস্ট হয়। ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
West Bengal News Live Updates : প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধ খেলে হিতে বিপরীত
করোনা সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধের বিক্রি। কিন্তু পরামর্শ ছাড়া এই ওষুধ খেলে ফল হিতে বিপরীত হতে পারে, বলছেন চিকিৎসকরা।
West Bengal News Live : করোনা সংক্রমণ বেড়ে ১৯ হাজার ছুঁইছুঁই
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ১৯ হাজার ছুঁইছুঁই। টানা দু’দিন ১৮ হাজারের বেশি দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় আজ সংক্রমিতের সংখ্যা বাড়ল ৫৮৯। রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯। রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে প্রায় ৩০ শতাংশ। কলকাতায় ৭ হাজারের উপরেই রইল দৈনিক সংক্রমিতর সংখ্যা।
West Bengal News Live Updates : বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেও বিধিভঙ্গের ছবি
বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেও বিধিভঙ্গের ছবি বহাল। মাস্ক পরতে তীব্র অনীহা। প্রশ্ন করলে, ঝাঁঝিয়ে উঠে পাল্টা অজুহাত! চারদিনে দৈনিক সংক্রমণ দ্বিগুণ হওয়ার পরেও এই ছবি ধরা পড়েছে রাজ্যের একাধিক জেলায়। পরিস্থিতি সামাল দিতে কোথাও বাজারে ঢুঁ মারলেন বিধায়ক। কোথাও আবার দোকানই বন্ধ করে দিল পুলিশ।