Ekbalpur Murder : টাকা নিয়ে বচসা, লোক ডেকে এনে 'কাছের লোককে' খুন ! একবালপুরে গ্রেফতার মহিলা-সহ ৩
Kolkata Crime News : পুলিশ সূত্রে খবর, 'খুনের আগে বৃদ্ধের সঙ্গে বচসা হয় মহিলার। বৃদ্ধকে খুনের জন্য ২ ব্যক্তিকে ডেকে আনেন মহিলা। প্রথমে মারধর, তারপর খুন করা হয় বৃদ্ধকে, পুলিশ সূত্রে খবর।
আবীর দত্ত, কলকাতা : একবালপুর হত্যাকাণ্ডের (Ekbalpur Muder) কিনারা। বৃদ্ধ খুনে গ্রেফতার মহিলা-সহ ৩ জন। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বৃদ্ধের। টাকা নিয়ে গন্ডগোলের জেরেই খুন বলে নিশ্চিত তদন্তকারীরা। ২ ব্যক্তিকে ডেকে এনে বৃদ্ধকে মারধর করে খুন করার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ওই মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভাড়া বাড়ি থেকে উদ্ধার বছর ৬২-র ড্য়ানিয়েল মারিয়নের দেহ। পুলিশ সূত্রে খবর, 'খুনের আগে বৃদ্ধের সঙ্গে বচসা হয় মহিলার। বৃদ্ধকে খুনের জন্য ২ ব্যক্তিকে ডেকে আনেন মহিলা। প্রথমে মারধর, তারপর খুন করা হয় বৃদ্ধকে, পুলিশ সূত্রে খবর। গত বৃহস্পতিবার ভাড়া বাড়ির ঘর থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর মিলেছিল, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। মে মাস থেকে একবালপুরের বাড়িতে ভাড়া এসেছিলেন ড্য়ানিয়েল। মৃত্যুর আগে তিন দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার ঘরের দরজা খুললে মাটিতে রক্তাক্ত অবস্থায় দেহ থাকতে দেখেন বাড়ির মালিক। ঘটনায় ড্য়ানিয়েলের পরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।পরিচারিকার সঙ্গে সম্পর্ক থেকেই খুন বলে মনে করছিল পুলিশ। সেখান থেকেই জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে যাবতীয় তথ্য।
জানা যায়, বয়সে অনেকটা ছোট হলেও ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ড্যানিয়েলের। দু'জনের মধ্যে টাকা-পয়সা নিয়ে গন্ডগোলের পরই বৃদ্ধকে খুনের পরিকল্পনা করে ওই মহিলা। ২ ব্যক্তিকে ডেকে এনে ড্যানিয়েলকে প্রথমে মারধর ও তারপর খুন করা হয় বলেই পুলিশ সূত্রে দাবি।
প্রসঙ্গত, কলকাতার মতোই শিলিগুড়িতেও চাঞ্চল্য তৈরি করেছে এক খুনের ঘটনা। শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার শিলিগুড়িতে। স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের কোকরাজোত গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা যায় যে বেশ কিছুদিন ধরেই নাকি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল।
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial