EM Bypass: ইএম বাইপাসে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে ছাই
ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। রুবিগামী লেনে কিছুক্ষণের জন্য যানজট তারি হয়েছে।
কলকাতা: ইএম বাইপাসে সরকারি বাসে আগুন লেগে বিপত্তি। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে। এদিন হঠাৎই চলন্ত বাসে আগুন লেগে যায়, আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রুবিগামী লেনে কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় ঘটনায়।
View this post on Instagram
কিছুদিন আগে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা (Bus Accident) ঘটে সল্টলেকে। ঘটনায় আহত হন এক মহিলা সহ-২ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদিগন্ত ট্রাফিক পুলিশ (Traffic Police )। স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেলে বেনফিস (Benfish) থেকে এস ডি এফ মোড়ের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট বাস। সেই সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে পরে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে।
ঘটনায় আহত হযন বাসের এক মহিলা যাত্রী। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন। এ ছাড়াও দুর্ঘটনা আহত হন পড়ে বাসের মধ্যেই আটকে যায় বাসের চালক। ঘটনাস্থলে নবদিগন্ত ট্রাফিকের আধিকারিকরা এসে বাস চালককে উদ্ধার করে তাঁকেও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। কী কারণে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।