Kolkata Murder: দোলের সকালে হরিদেবপুরে রাস্তা থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ
Haridevpur Murder: অজ্ঞাতপরিচয় যুবতীকে রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হকচকিয়ে যান
কলকাতা: দোলের (Dol) সকালে হরিদেবপুরে (Haridevpur) রাস্তা থেকে উদ্ধার হল যুবতীর মৃতদেহ। গলায় ফাঁসের দাগ রয়েছে। পরনে সালওয়ার কামিজ, বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। অজ্ঞাতপরিচয় যুবতীকে রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হকচকিয়ে যান। পরে হরিদেবপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে অন্যত্র খুন করে দেহ এখানে এনে ফেলা হয়েছে। তদন্তে নেমেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। হরিদেবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
এর আগে, ডায়মন্ড হারবারে অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যুর কিনারা করল পুলিশ। মৃতের নাম অহল্যা সর্দার। তিনি ডায়মন্ড হারবার পুর-এলাকার বাসিন্দা। খুনের অভিযোগে গ্রেফতার হলেন মহিলার প্রেমিক, ডায়মন্ড হারবার মহকুমা আদালতের ল’ ক্লার্ক রব্বানি শেখ।
পুলিশ সূত্রে খবর, গত ৫ বছর ধরে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই ব্যক্তির। জেরায় ধৃতের দাবি, সম্প্রতি তিনি বিয়ে করায়, ব্ল্যাক মেল করে টাকা আদায় করতে শুরু করেন প্রেমিকা। তা নিয়েই ঝামেলার সূত্রপাত। সোমবার দেখা করার সময়, প্রেমিককে মারার চেষ্টা করেন মহিলা। পাল্টা মহিলাকে শ্বাসরোধ করে খুন করে, দেহ পুকুরে ফেলে দেন প্রেমিক। জেরায় ধৃত এমনই দাবি করেছেন বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন, শক্তিগড়ে গিয়ে চেটেপুটে খেলেন লুচি তরকারি, নিজের পকেট থেকেই বিল মেটালেন অনুব্রত
কিছুদিন আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৮ বছরের বালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ সৎ মা-র বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দ্বিতীয় শ্রেণির ওই
পড়ুয়ার বাবা গতকাল বাড়ি ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে রাতে ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করেন খুন করেন সৎ মা। সকালে বাবা বাড়ি ফিরতেই বিষয়টি জানাজানা হয়। অভিযুক্ত সৎ মা-র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।