Kolkata News: হেস্টিংস কাছে উল্টে গেল ম্যাটাডোর, আহত ১৯, পলাতক চালক
Hastings Road Accident: আহতদের এসএসকেএমে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা দু'জনের।
হিন্দোল দে, কলকাতা: শহরে ফের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা (Kolkata News)। বিসর্জন করে ফেরার পথে উল্টে গেল ম্যাটাডোর (Road Accident)। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডিভাইডারে ধাক্কা। হেস্টিংসের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। তাতে আহত হয়েছেন ১৯ জন। আহতদের এসএসকেএমে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা দু'জনের। দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরের চালক পলাতক। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
শহরে ফের পথ দুর্ঘটনা
রবিবার সাত সকালে, সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হেস্টিংসের জুবলি লাইনের কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের এসএসকেম-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন পাঁচ জন মহিলা এবং দু'জন শিশু। দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: Kolkata News: পরিবেশরক্ষা শুধু মুখের কথাই, কলকাতার বহু রাস্তায় এখনও নিষিদ্ধ সাইকেল
দুর্ঘটনার পর এ দিন হেস্টিংস থানার পুলিশই আহতদের হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন রয়েছে। হাসপাতালেও মোতায়েন রয়েছে পুলিশ। আহতদের পরিবারকেও খবর দেয় তারা। হাসপাতালে এসে পৌঁছেছেন তাঁরা। জানিয়েছেন, আহতরা সকলেই পটারি রোডের বাসিন্দা। শনিবার সেখানে পাড়ার রক্ষাকালী পুজো ছিল। ভোরবেলা ঠাকুর বিসর্জন করতে বেরিয়েছিলেন. সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।
রক্ষাকালী পুজোর বিসর্জন সেরে ফেরার পথে দুর্ঘটনা
পুলিশের দাবি, দুরন্ত গতিতে গাড়ি ছোটানোর ফলেই এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোরটি ডিভাইডারে ধাক্কা মারে। তার পর টাল সামলাতে না পেরে উল্টে যায়। তাতেই যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পরই গাড়ি ছেড়ে পালিয়ে যান চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহতদের পরিবার জানিয়েছে, এখনও পর্যন্ত হাসপাতালের চিকিৎসকেরা পরিজনদের সঙ্গে দেখা করতে দেননি তাঁদের। এক নজর দেখার জন্য় তাই অপেক্ষা করছেন সকলে।