West Bengal Live Blog: চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ
West Bengal News Live Blog: জেলা থেকে রাজ্য়, সব খবর জেনে নিন সবার আগে, চোখ রাখুন লাইভ ব্লগে
LIVE

Background
কলকাতা: বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। তাঁর স্বাাধিকারভঙ্গ হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। এভাবে আক্রমণ করায় সাংসদের মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। একজন সাংসদের এর ফলে মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগে বিজেপির রাজ্য সভাপতির। তাঁকে ঘিরে ধরে হিংস্র আক্রমণ চালানো হয়েছে, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। আজ ৪১ হাজার ৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা। 'কেন্দ্রীয় বঞ্চনার জন্য পলি সমস্যা ব্যারেজে', এলাকায় গিয়ে অভিযোগ সেচমন্ত্রী মানস ভুঁইয়ার।
চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার, গ্রুপ ডি কর্মীদের মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার নির্দেশিকা দেয় রাজ্য। রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। এদিন বিচারপতি এও জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী নির্দেশ। রাজ্যকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে, নির্দেশে বলা হয়েছে এমনটাই। হলফনামা দেওয়ার ২ সপ্তাহের মধ্যে উত্তর দেবে মামলাকারীরা।
মামলাকারীদের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অযোগ্য চাকরিহারাদের থেকে টাকা ফেরত না নিয়ে, কীভাবে দুর্নীতি ঢাকতে ভাতার ব্যবস্থা করেছে রাজ্য? দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষাকর্মীরা কীভাবে এই ভাতা পাবে বাড়িতে বসে? সওয়ালে এই যুক্তি তোলে মামলাকারীরা। যদিও রাজ্যের তরফে বলা হয়েছিল এটি একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত। সরকারের বিশেষ খাত থেকে এই অর্থ বরাদ্দ হয়ে থাকে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর শুরু হয় বিক্ষোভ। এরপর গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নামকরণ করা হয়েছিল, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল।
এর আগে ৯ জুন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, এখনই কোনও টাকা দেবেন না। নি এও প্রশ্ন তুলেছিলেন, এত তাড়াহুড়ো কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, রাজ্যের কাছে তা জানতে চেয়েছিলেন তিনি।
BJP News: আজ ‘পশ্চিমবঙ্গ দিবস' পালন বঙ্গ বিজেপির
আজ ‘পশ্চিমবঙ্গ দিবস' পালন বঙ্গ বিজেপির
বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা পশ্চিমবঙ্গ বিজেপির
পদযাত্রায় শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা
West Bengal News: বাম আমলের ওবিসি তালিকার ভিত্তিতেই যাদবপুরে ভর্তি!
বাম আমলের ওবিসি তালিকার ভিত্তিতেই যাদবপুরে ভর্তি!
স্নাতকে ভর্তির ক্ষেত্রে হাইকোর্টের রায় মেনেই ভর্তি প্রক্রিয়া শুরু
২০২৪ সালের হাইকোর্টের নির্দেশকেই আপাতত মান্যতা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়
আজ থেকে খুলল যাদবপুরে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তির পোর্টাল
ওবিসির আওতায় ৬৬টি জনজাতি রেখেই ভর্তির প্রক্রিয়া শুরু
কলেজগুলিতে ভর্তির পোর্টাল চালু হলেও ওবিসি নিয়ে ধন্দ কাটেনি






















