Kolkata Airport: শেষ মুহূর্তে স্পাইস জেটের বিমান বাতিলের অভিযোগ, উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে
বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা।

রঞ্জিত সাউ, কলকাতা: কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় আজও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, গণ পরিবহণে তার প্রভাব পড়েছে।
এদিকে, খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বিমান বাতিলের অভিযোগ। আর তাকে ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে। বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ, ভোর ৫টা ৫৫-র ফ্লাইটের জন্য বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল।
কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানানো হয় ঘন কুয়াশায় খারাপ আবহাওয়ার কারণে ওই উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, বিকল্প বিমানের কোনও ব্যবস্থা না করে, সংস্থার কর্মীদের তরফে শুধুমাত্র ভাড়ার টাকা রিফান্ডের আশ্বাস দেওয়া হয়। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, বিমান বাতিলের কথা আগে থাকতে কেন জানানো হল না? এবিষয়ে স্পাইস জেট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-শাঁখাই, ও কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া-শাঁখাই ঘাটটি কেতুগ্রাম সহ বীরভূম ও মুর্শিদাবাদের একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ফেরিঘাট। অন্যদিকে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটটি নদিয়ার সঙ্গে যোগাযোগকারী একমাত্র ফেরিঘাট। কুয়াশার দাপটে ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় বহু যাত্রী।
আরও পড়ুন, কুম্ভ মেলায় পদপিষ্ট পরিস্থিতি? ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
গতকালও ট্রেন ও বিমানের পাশাপাশি, প্রভাব পড়েছে ফেরি চলাচলে। হুগলির বিভিন্ন জায়গায় ফেরি পারাপার ব্যাহত হয়। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত উত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বেলার দিকে ফেরি সার্ভিস চালু হলেও, পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগে বেশ কিছুক্ষণ। ঘন কুয়াশার জেরে ব্যাহত ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ফেরি পরিষেবাও। যাত্রী-সহ লঞ্চ হুগলি নদীতে দিগ্ভ্রষ্ট হয়ে পড়ে। লঞ্চে প্রায় দেড়শো যাত্রী রয়েছে। খবর পেয়ে উদ্ধারে নামে দমকল বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















