Kolkata International Book Fair: আজ শুরু কলকাতা বইমেলা, থাকছে ১০০০ স্টল! বাড়ছে মেট্রো, আর কী কী ব্যবস্থা?
Kolkata Book Fair 2024: আজ ১৮ জানুয়ারি, বিকেল ৪টায় উদ্বোধন হবে কলকাতা বইমেলার। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: আজ শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata international Book Fair)। ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ঘিরে তুঙ্গে উঠেছে উৎসাহ। আজ ১৮ জানুয়ারি, বিকেল ৪টায় উদ্বোধন হবে কলকাতা বইমেলার। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন ভারতের ব্রিটিশ উপ-রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিলের ভারতের ডাইরেক্টর অ্যালিসন ব্যারেট এমবিই, বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু এবং পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী।
উদ্বোধনের মঞ্চ থেকেই ড: রমাপ্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মান পুরস্কার তুলে দেওয়া হবে সাহিত্যিক বাণী বসুর হাতে। পুরস্কারের অর্থ মূল্য ২ লক্ষ টাকা।
প্রায় হাজার স্টল:
এবারের বইমেলায় স্টল সংখ্যা বিপুল। আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিন অংশ নিচ্ছেন। সংখ্যাটা প্রায় ১০০০। বহুজাতিক প্রকাশনা সংস্থার সর্বাধিক অংশগ্রহণ থাকছে। থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা।
এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রায় ২০টি দেশ অংশগ্রহণ করছে। সেই তালিকায় রয়েছে, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাকলিক, গুয়াতেমালা, কোস্তারিকা, থাইল্যান্ড। বাংলাদেশ প্যাভিলিয়নে থাকছে সে দেশের প্রায় ৫০টি প্রকাশনা সংস্থা।
এবারে বইমেলায় থাকছে ৯টি গেট। সেগুলির মধ্যে থাকছে, লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট।
যোগাযোগ ব্যবস্থা যাতে সহজলভ্য থাকে সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। শিয়ালদহ থেকে গ্রিন লাইনে সরাসরি মেট্রো পরিষেবা রয়েছে। মেলা উপলক্ষে চলবে বেশি সংখ্যক মেট্রো। দুটি মেট্রোর মাঝের সময়ও কমিয়ে দেওয়া হচ্ছে। থাকছে পরিবহন দফতরের বিশেষ বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা। নির্দিষ্ট থাকবে অটো ভাড়াও।
সুরক্ষায় নজর:
বইমেলার সুরক্ষায় থাকবে পুলিশ ও অগ্নি নির্বাপণ দফতরের কর্মীরা। থাকবে সিসিটিভি। অগ্নি নির্বাপণ দফতরের কর্মীদের সঙ্গে থাকবে অত্যাধুনিক সরঞ্জাম।
বিশেষ বিশেষ দিন পালন:
২১ জানুয়ারি মেলায় শিশু দিবস পালন করা হবে। ছোটদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে বই। ২৪ জানুয়ারি মেলায় বরিষ্ঠ নাগরিক দিবস। সম্মাননা জ্ঞাপন করা হবে সাহিত্যিক আবুল বাশার, প্রকাশক দেবজ্যোতি দত্ত এবং পাঠক শাশ্বতী অধিকারীকে।
১৯ জানুয়ারি থিম কান্ট্রি দিবস। বিকেল সাড়ে ৫টা থেকে এসবিআই অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান হবে। ২০ জানুয়ারি বাংলাদেশ দিবস, বিকেল সাড়ে পাঁচটা থেকে এসবিআই অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান হবে।
বইয়ের জন্য প্রচুর গাছ ব্যবহার হয়, পরিবেশ রক্ষার বার্তা দিতে, পরিবেশের দিকে লক্ষ্য রেখে বইমেলায় বৃক্ষরোপণ করা হবে।
নারী অধিকার নিয়ে বিশেষ ভাবনা:
এবারের বইমেলার নারী সুরক্ষা এবং নারী অধিকারের বিষয়টি বিশেষভাবে তুলে ধরতে চলেছে পশ্চিমবঙ্গের মহিলা কমিশন। বইমেলায় স্টল থাকছে রাজ্য মহিলা কমিশনের। সেখানে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবার। সমাজের নানা ক্ষেত্রের বিশেষ ব্যক্তিরা এই অনুষ্ঠানে থাকবেন। ১ নম্বর গেটের কাছে ১৯৩ নম্বর স্টলে আরও একটি ব্যবস্থা থাকছে। কোনও মহিলা তাঁদের যে কোনও রকম প্রয়োজনে এই স্টলে যোগাযোগ করলেই পাশে পাবেন মহিলা কমিশনকে। বুধবার একটি সাংবাদিক বৈঠক করা হয় পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের তরফে। সেখান থেকে জানানো হয়েছে বইমেলার কয়েকদিন তাদের স্টলে উপস্থিত থাকতে পারেন মন্ত্রী শশী পাঁজা, লীনা গঙ্গোপাধ্যায়, অনন্য়া চক্রবর্তী, সুদেষ্ণা রায়, মাধবী মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, জয়রঞ্জন রাম, চন্দন সেন, জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়-সহ সমাজের বিভিন্ন স্তরের একাধিক পরিচিত মুখ।
আরও পড়ুন: বেসরকারি হোটেলে চলছিল হাতির দাঁত কেনা-বেচা, আচমকাই হানা বন দফতরের