Kolkata: চাকরির দাবিতে নবান্ন অভিযান চাকরিপ্রার্থীদের, কলেজ স্ট্রিটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
Kolkata News: শূন্যপদে নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থীদের। কলেজ স্ট্রিটে উত্তেজনা। কলেজ স্কোয়ারে ব্যারিকেড করে মিছিল আটকাল পুলিশ।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: এসএসসি-র পরীক্ষার নোটিফিকেশন জারি-সহ সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থীদের। কলেজ স্ট্রিটে উত্তেজনা। কলেজ স্কোয়ারে ব্যারিকেড করে মিছিল আটকাল পুলিশ।
কলেজ স্ট্রিট থেকে এদিন মিছিল শুরু করেছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু সেখানেই পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁদের। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে এভাবে মিছিল করার কোনও অনুমতি নেই। কিন্তু চাকরিপ্রার্থীরা নবান্ন অভিযানের সিদ্ধান্তে অটল থাকে।
মুহূর্তের মধ্যেই এলাকায় ধুন্ধুমার শুরু হয়ে এলাকায় । এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের দাবি অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে। ফর্ম বের করতে হবে। কিন্তু সেই দাবি নিয়ে নবান্ন অভিযানের আগেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু করে। কিন্তু সেই আলোচনায় কোনও সুরাহা হয়নি।
উল্লেখ্য়, ২ দিন আগে, নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য (West Bengal) । সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য (West Bengal) । গতকাল নবম-দশম শ্রেণির এসএসসি-র (SSC) শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ আনা হয়। এই মামলায় এবার হাইকোর্টের (High court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্যানেলে নাম নেই, তা সত্ত্বেও কীভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের, তদন্ত করুক জয়েন্ট ডিরেক্টর। কী করে এটা হল খুঁজে বের করতে হবে সিবিআইকে’ ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেল রাজ্য । নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছে । অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে চায় রাজ্য় । বিচারপতি সৌমেন রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে । সূত্রের খবর রাজ্যের আবেদন মঞ্জুর হয়েছিল।
আরো পড়ুন: নিউ ব্য়ারাকপুরে সিপিএম সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Education Loan Information:
Calculate Education Loan EMI